Kolkata Police : শহরের বাস-ট্যাক্সিতে বিশেষ ট্র্যাকার, প্যানিক-বাটন পুশ করলেই পৌঁছবে পুলিশ – bus taxi app cabs to have special location tracker in kolkata passengers can push panic button to call police


কলকাতার রাস্তা এবার আরও নিরাপদ। যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের প্রত্যেক গাড়িতে বসতে চলেছে ভেহিক্যাল ট্র্যাকার (Vehicle Tracker)। এই সিস্টেমের মাধ্যমে প্রত্যেক গাড়ির নির্দিষ্ট লোকেশন ট্র্যাক করা সম্ভব হবে পুলিশের (Kolkata Police) তরফে। ফলে কোথাও কোনও বিপদ ঘটলে, গাড়ির ভিতরে থাকা যাত্রী পুলিশে খবর দিলেই, সঙ্গে সঙ্গে সেই গাড়ির লোকেশন ধরে ফেলা সহজ হবে। বাণিজ্যিক ভিত্তিতে (Commercial Vehicle) যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত রয়েছে এমন সমস্ত গাড়িতেই এই ট্র্যাকিং সিস্টেম (Tracking System) লাগানো এবার থেকে বাধ্যতামূলক করা হল।

Bar In Kolkata : নেশা হল কতটা? বারে পরীক্ষার বিধি ঘিরে বিতর্ক শহরে
ট্র্যাক করা যাবে শহরের সমস্ত গাড়ি

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই কলকাতা শহরে চলাচলকারী সমস্ত কমার্শিয়াল গাড়িতেই এই বিশেষ ট্র্যাকিং ডিভাইস (Tracking Device) লাগানো হবে। আগামী ৩১ মার্চের মধ্যে এই ডিভাইস লাগানোর কাজ সম্পন্ন করতে হবে শহরের গাড়িগুলিকে। এই ট্র্যাকিং ডিভাইস লাগানো থাকবে চালকের কেবিনে। এই পরিষেবার জন্য রাজ্য পরিবহণ দফতরে থাকতে চলেছে একটা কন্ট্রোল রুম। সমস্ত বাণিজ্যিক গাড়িগুলির গতিবিধি সেই কন্ট্রোল রুমে ট্র‍্যাকিং রাখা হবে। এছাড়াও লালবাজারের তরফে গাড়িগুলিকে এই ডিভাইসের সাহায্য ট্র্যাকিং করা যাবে। ফলে সহজেই স্থানীয় থানা গাড়ির অবস্থান সম্পর্কে জানতে পারবে। এই ব্যবস্থা দেশের মধ্য অনন্য নজির তৈরি করবে বলেই মনে করছে রাজ্য পরিবরণ দফতর। নারী সুরক্ষার কথা সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েই এই ব্যবস্থা গ্রহণ করেছে বাংলা।

Kolkata News : ৭০ সিসি ক্যামেরা বিকল! দুশ্চিন্তা নিউটাউনের পথে
বাস-ট্যাক্সিতে প্যানিক বাটন (Panic Button)

কেবলমাত্র লোকেশন ট্র্যাকিং সিস্টেমই নয়, এবার থেকে কলকাতা শহরের সমস্ত বাস ও ট্যাক্সি কিংবা অ্যাপ ক্যাবে থাকবে প্যানিক বাটন। কোনওরকম বিপদের আশঙ্কা করলেই গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ওই প্যানিক বাটন প্রেস করতে পারবেন। আর তাতেই হবে সমস্যার সমাধান। প্যানিক অ্যালার্ম পাওয়া মাত্রই ওই গাড়ি কিংবা বাসে থাকা যন্ত্রের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে ফেলতে পারবে পুলিশ।

Kolkata News: সোনাগাছিতে বসছে CCTV, ‘বাবুরা আসবে তো?’ উদ্বেগে যৌনকর্মীরা
জানা গিয়েছে, প্রতিটি বাস এবং অ্যাপ ক্যাবেই থাকবে একটি করে প্যানিক বাটন। আগামী ৩১ মার্চের মধ্যেই এই প্যানিক বাটন ইনস্টল করতে হবে। যদিও এই নিয়ে বেশ আপত্তি বেসরকারি বাস সংগঠনগুলির। বেসরকারি সংস্থাগুলি এখনও পর্যাপ্ত সংখ্যায় ওই যন্ত্রের জোগান নিশ্চিত করতে পারেনি বলে খবর। গাড়িপিছু এই প্যানিক বাটন বসাতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ পড়বে। বাসের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি দু’মিটার অন্তর থাকবে প্যানিক বাটন। ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবেও থাকবে এই প্যানিক বাটন। কোনও যাত্রী বিপদ বুঝে প্যানিক বাটন পুশ করলে ৩০ মিনিটের মধ্যে স্থানীয় থানা গাড়ির অবস্থান জেনে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *