Malda News : যাত্রী তোলা নিয়ে টোটো-পিক আপ ভ্যান চালকদের বিরোধ, হাতাহাতিতে উত্তেজনা মালদায় – harishchandrapur highway blocked for clash between toto and pickup van union


Produced by Suman Majhi | Lipi | Updated: 8 Jan 2023, 10:36 pm

টোটো ও পিক আপ ভ্যান চালকের হাতাহাতির প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। উত্তেজনা মালদার।

 

Chanchal Police
চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়ক অবরোধ

হাইলাইটস

  • যাত্রী তোলা নিয়ে বচসা টোটো ও পিক আপ ভ্যান চালকদের মধ্যে।
  • দু’পক্ষের হাতাহাতিতে আহত এক পিক আপ ভ্যান চালক।
  • প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ।
West Bengal News : যাত্রী তোলা নিয়ে বচসা। বিরোধ টোটো ও পিক আপ ভ্যান চালকদের মধ্যে। দু’পক্ষের হাতাহাতিতে আহত এক পিক আপ ভ্যান চালক। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। রবিবার দুপুরে অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার (Malda) চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়কে (Chanchal Harishchandrapur National Highway)। আহত চালককে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে পুলিশ।

Medinipur Road Accident : পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় সিভিক ভলান্টিয়ারকে চাপা পিকআপ ভ্যানের, উত্তেজনা কেশপুরে
স্থানীয় সূত্রে খবর, রবিবার দুই গাড়ি সংগঠনের বিরোধী কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নজরুল বাস টার্নিমিনাস চত্বরে। ঘটনায় পিক আপ ভ্যান চালককে মারধরের অভিযোগ তোলা হয় এক টোটো চালকের বিরুদ্ধে। আহত পিক আপ ভ্যান চালক রজিত আলীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। টোটো চালক সানু সরকারকে চাঁচল থানার পুলিশ (Chanchal Police Station) আটক করে তদন্ত শুরু করেছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপগঞ্জ লাইনের চেনে টোটো চালকরা যাত্রীর জন্য অপেক্ষা করে। সেখানেই যাত্রী ওঠানোকে কেন্দ্র টোটো চালকের সঙ্গে পিক আপ ভ্যান চালকের বচসা হয়। অভিযোগ, টোটো চালকেরা বেনিয়ম করে যাত্রী তোলে। যার ফলে যানজটও সৃষ্টি হয়। এদিন পিক আপ ভ্যান থেকে যাত্রী নামিয়ে দিয়ে টোটোতে তোলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদ করতে গেলেই টোটো চালক পিক আপ ভ্যান চালককে মারধর করে বলে অভিযোগ।

West Bengal Local News : নয়ানজুলি থেকে টোটো চালকের দেহ উদ্ধার, চাঞ্চল্য হাওড়ায়
সেই মুহুর্তে জাতীয় সড়কে অটো দাঁড় করিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন অটো সহ পিক আপ ভ্যান চালকেরা। ঘটনার খবর যায় থানায়। পুলিশ এসে অবরোধ তুলতে গেলে ট্রাফিক ওসিকে চন্দন দেকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। অবশেষে আধ ঘণ্টা জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশ ও ট্রাফিক ওসির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায়।

Kolkata Road Accident : লেকটাউনে দুর্ঘটনার কবলে BSF জওয়ানদের গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা
টোটো চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান পিক আপ ভ্যান চালক সমিতির সম্পাদক কাদের খান। যদিও পিক আপ ভ্যান চালকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন টোটো চালক সানু সরকার। তিনি বলেন, “ওরা অনেকজন আমি একাই। কিভাবে মারধর করলাম। ওরা গায়ের জোর দেখাচ্ছে।” তবে গোটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জাতীয় সড়ক অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *