পুলিশ সূত্রে খবর, পর পর দুই মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় শনিবার রাতে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ইসলামপুরে। ইসলামপুরের শহরের দুর্গানগর মোড়ে ৩১ নম্বর জাতীয় সড়কে ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনায় পাকড়াও এক দুষ্কৃতী। ঘটনায় প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যায় পিংকি সিংহ নামে এক মহিলা তাঁর বোনকে নিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। যদিও তাতে সফল না হয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এক প্রতক্ষ্যদর্শী জানান, পিংকি সিং নামে ওই মহিলার কাঁধে একটি ব্যাগ ঝোলানো ছিল। দুষ্কৃতীরা এসেই ব্যাগটি টান দেয়। পিংকি দেবীর বোন ব্যাগ উল্টোদিক থেকে টান দিতে ব্যাগের ফিতে ছিঁড়ে যায়। অসফল হয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর কয়েক মিনিটের মধ্যে ফিরে আসে ওই দুষ্কৃতী দের দল। ফের এক মহিলার কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে। তবে এখানেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। কিছুক্ষণ পর ফিরে এসে অপর এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে তারা। সেই সময় মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে এক দুষ্কৃতীকে পাকড়াও করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় অপর দুজন দুষ্কৃতী। দ্বিতীয় মহিলা আনন্দী পুরকাইত জানান, “আমি রাস্তায় দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় বাইকের পেছনে বসে থাকা একজন এসে আমার ব্যাগ ধরে টান মারে। আমি ব্যাগ ধরে রাখার ব্যাগ ছিনিয়ে নিয়ে যেতে পারেনি। তারপর আশেপাশের কয়েকজন লোক ওদের পিছনে ধাওয়া করে একজনকে ধীরে ফেলে। আমরা পুলিশকে খবর দিয়েছি।”
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় ইসলামপুর থানায় (Islampur Police Station)। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ধৃত দুষ্কৃতীকে আটক করে থানায় নিয়ে যায়। বাকীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। রাস্তায় পুলিশি টহলদারি বাড়ানোর ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ।