এবার সোনাঝুরির হাট বালুরঘাটেও। শীতের মরশুমে বিরাট সুখবর। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই হাট চলবে।

হাইলাইটস
- যেন এক টুকরো শান্তিনিকেতন!
- ঐতিহ্যবাহী সোনাঝুরি হাটের (Shantiniketan Sonajhuri Haat) ছোট সংস্করণ এবার বালুরঘাটেও।
- গোটা রাঢ় বাংলার হস্ত শিল্পের সম্ভার নিয়ে হাটের আয়োজন করা হয়েছে বালুরঘাটে (Balurghat)।
হাটের উদ্যোক্তারা জানিয়েছেন, এই হাটে সব মিলিয়ে প্রায় ৭৫ টি স্টল রয়েছে৷ যার মধ্যে শান্তিনিকেতন থেকেই এসেছে প্রায় ২৫ টি স্টল৷ পাশাপাশি থাকছে জেলার বিখ্যাত মুখোশ। এছাড়াও এই হাটে মিলবে বিভিন্ন ধরনের ও বিভিন্ন স্বাদের পিঠে ও পুলি। মিলছে বাংলাদেশের বিখ্যাত দই, জয়নগরের মোয়া সহ অন্যান্য সামগ্রী। হাটের প্রথম দিন থেকেই ভাল সাড়া পড়েছে সোনাঝুরির হাট। আগামী দিনেও এই হাট শহর তথা জেলাবাসীর মন জয় করবে বলে আশা কতৃপক্ষের।
এক কর্মকর্তা সঞ্জয় কর্মকার বলেন, সংকেত ক্লাব বরাবরই একটা অভিনবত্বের ছোঁয়া জেলাবাসীকে দিয়ে এসেছে। শান্তিনিকেতন থেকে পাঁচটি বাউল শিল্পীদের দল এসেছে। গোটা এলাকা জুড়ে তাঁদের ঠেক বসেছে। এছাড়াও শান্তিনিকেতন থেকেই ২৫ টি স্টল এসেছে। বাংলাদেশ থেকেও অনেক শিল্পীরা এসেছেন। জয়নগরের বিখ্যাত মোয়ার স্টলও রয়েছে। ক্লাব কতৃপক্ষ জানিয়েছে, তাঁদের এই ভাবনা ছিল অনেক দিনের। যার প্রধান উদ্যোগক্তা ক্লাব সদস্য ও এই অনুষ্ঠানের আহ্বায়ক ডাঃ দেবব্রত ঘোষ। তাই বোলপুরের খোয়াই হাটকে তুলে বালুরঘাটে আনা সহজ একটা কাজ ছিল না। ক্লাবের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্ঠাতেই এই অনুষ্ঠান বাস্তবে রূপ পেতে পেরেছে। যতটা পারা গিয়েছে করার চেষ্টা করা হয়েছে। আগামীতে যাতে আরো ভালো ভাবে করা সম্ভব হয় তা নিয়ে চিন্তা শুরু করা হয়েছে।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ