Poulomi Nath | EiSamay.Com | Updated: 8 Jan 2023, 6:51 pm
তৃষানজিত চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee) সুপারস্টার প্রসেনজিত ((Prosenjit Chatterjee) ও অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) একমাত্র সন্তান। নিজেরা সিনে দুনিয়ার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকলেও, মিশুককে ছোটবেলায় লাইমলাইট থেকে যথা সম্ভব দূরে রেখেছিলেন তারকা দম্পতি। লক্ষ্য ছিল একটাই। মিশুককে আর পাঁচ জনের মতো সহজ সরল ছোটবেলা উপভোগ করতে দেওয়া। স্টার স্টেটাসের ভারমুক্ত হয়ে। কিন্তু এখন তো মিশুক বড় হয়েছে। আর গতকালই ছিল মিশুকের 18th birthday।