Uttar 24 Pargana : হালিশহরে প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার বোমা, এলাকায় আতঙ্ক – crude bombs recovered in halisahar chowmatha market


West Bengal News : ফের বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক বীজপুরে। পরিত্যক্ত জায়গায় পড়ে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হয় বোমা। স্থানীয় ব্যবসায়ীরা খবর দেন বীজপুর থানার (Bijpur Police Station) পুলিশকে। পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে। কে বা কারা ওই স্থানে বোমাগুলি রেখে গিয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

Nadia News : গুলি ছুঁড়ে পালাল দুষ্কৃতীরা, ফেলে গেল বোমা ভর্তি ব্যাগ! চাঞ্চল্য শান্তিপুরে
স্থানীয় সূত্রে খবর, বীজপুর (Bijpur) বিধানসভার অন্তগর্ত হালিশহর চৌমাথা বাজারের সামনে বেশ কিছু দোকান রয়েছে। সেই দোকানের পেছনদিকে পরিত্যক্ত জায়গায় কিছু আবর্জনা দিয়ে চাপা দেওয়া একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন এলাকার ব্যবসায়ীরা। যা ঘিরে তাঁদের সন্দেহ হয়। আবর্জনার মধ্যে জল দিতে বেরিয়ে আসে একটি প্লাস্টিকের ড্রাম। তার ভেতর রয়েছে কয়েকটি কৌটা। সন্দেহ হওয়ায় কয়েকগুণ বেড়ে যায় ব্যবসায়ীদের মধ্যে। তড়িঘড়ি তাঁরা খবর দেন বীজপুর থানায় (Bizpur Police Station)। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। পুলিশ এসে সেই ড্রামটি থেকে বেশ কয়েকটি কৌটো উদ্ধার করে বলে এলাকাবাসীরা জানায়।

Bomb Recover : পঞ্চায়েত ভোটের আগে ফের বিপুল পরিমান তাজা বোমা উদ্ধার, আতঙ্ক বেলডাঙায়
এলাকাবাসীর দাবি, ওই কৌটা গুলোর মধ্যেই রাখা ছিল বোমা। তবে জনবহুল জায়গায় কে বা কারা কী উদ্দেশ্যে এই ড্রামের মধ্যে বোমগুলো রেখে গেল তা খতিয়ে দেখছে বীজপুর থানার পুলিশ (Bizpur Police Station)। স্থানীয় বাসিন্দাদের মতে, রাতের অন্ধকারে ওই স্থানে কেউ বোমা লুকিয়ে রেখে গিয়েছে। গোটা ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। পঞ্চায়েত নির্বাচনের আগেই এ ধরনের বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Bomb Recover : ফের বোমা উদ্ধার মাথাভাঙায়, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
উত্তর ২৪ পরগনা (Uttar 24 Pargana) জেলায় বেশ কয়েক মাস ধরেই বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। গত অক্টোবর মাসেই ভাটপাড়া এলাকায় বোমা ফেটে মৃত্যু হয় এক বালকের। ভাটপাড়ায় (Bhatpara) মঙ্গলবার সকালে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রেললাইনের ধারে পড়ে ছিল তাজা বোমা। বল ভেবে খেলতে গিয়ে কালীপুজোর পরের দিন সকালে সেই বোমা ফেটেই মৃত্যু হয় এক বালকের। আহত হয় আরও দুজন। তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় RPF, GRP। কিন্তু বোমা উদ্ধারের পরও কেটে যায় পাঁচ ঘণ্টা। গত নভেম্বর মাসে উত্তর ২৪ পরগনা জেলার কাউগাছি থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। এখানে এক ব্যক্তি ভুয়ো পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিল। আর সেখানে বসবাস করার পরিবর্তে রাখা হয়েছিল তাজা বোমা। সেখান থেকে একাধিক বোমা উদ্ধার করে বম্ব স্কোয়াড। ভাড়াটিয়ার খোঁজে শুরু হয় তল্লাশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *