Asansol News : আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ ? সাত সকালে আসানসোলে উদ্ধার ব্যক্তির পোড়া দেহ – asansol a man mysterious death police started investigation


আসানসোলে সাত সকালে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।

 

Asansol News
সাত সকালে আসানসোলে রহস্যজনকভাবে উদ্ধার ব্যক্তির পোড়া দেহ

হাইলাইটস

  • সাত সকালে অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে।
  • পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
  • দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হয়েছে।
Asanaol : সাত সকালে অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে। ৩৫ থেকে ৪০ বছর বয়সী এক ব্যক্তির পোড়া দেহ উদ্ধার হয় আসানসোল রেল হাসপাতালের (Asansol Railway Hospital) অদূরে একটি জঙ্গল থেকে। পুলিশ (Police) এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে ওই ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ ওখানে পড়েছিল, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানার (Asanaol South Police Station) অন্তর্গত রেল হাসপাতালের অদূরে একটি জঙ্গল এলাকায় সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই দগ্ধ দেহটি দেখতে পায়। যে স্থানে দেহটি পড়েছিল তার কিছু দূরেই রয়েছে চিকিৎসকদের আবাসন। পাশাপাশি একটি স্কুলও আছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ওই অঞ্চলে ফাঁকা জঙ্গল এলাকায় অনেকেই রাতে নেশা করতে আসে।

Anubrata Mondal News: দুবরাজপুরে জামিন পেতেই আসানসোলে জেলে প্রত্যাবর্তন অনুব্রতর
তবে কী ভাবে এই ব্যক্তির মৃত্যু হল তা জানা যায়নি। দেহটি পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে। বয়স্ক ব্যক্তির মৃতদেহ সম্পূর্ণভাবে পোড়ানো অবস্থায় ছিল। মৃতদেহের পাশে একটি সাইকেলেও দাঁড় করানো ছিল। মনে করা হচ্ছে সাইকেলটি ওই ব্যাক্তিরই। অনেকের মতে শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়েই এমন ঘটনা ঘটতে পারে। অনুমান, শীতের রাতে ওই পরিত্যক্ত জমিতে কাঠকুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়েই বিপত্তি ঘটে থাকতে পারে।

Asansol Incident : আসানসোলে কম্বল বিতরণে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৫, সস্ত্রীক জিতেন্দ্রর নামে অনিচ্ছাকৃত খুনের মামলা
মৃত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও দেখা হচ্ছে। আবার অনেকের মতে, এটি খুনের ঘটনা। খুন করার পর মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে আসল ঘটনা কী তা নিয়ে এখনও পর্যন্ত পুলিশ কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তবে এমন ধরনের মৃতদেহ উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়। প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বুধবার সকালে আসানসোলের(Asansol) কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির নিউরোড মোড় সংলগ্ন এলাকা একটি পুকুর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম মুরারি রাওয়াত (৫৫)। কুলটি থানার নিয়ামতপুরের প্রিয়া সিনেমা হল সংলগ্ন প্রিয়া কলোনির বাসিন্দা ছিলেন তিনি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *