মাত্র ছয় বছর বয়সেই দুর্দান্ত নাচ, মন জয় করে নিয়েছে দেব (Dev) থেকে শুরু করে মনামীর (Monami Ghosh)। ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রির (Dance Dance Junior Season-3) খেতাবও জয় করেছে ছোট্ট কথাকলি (Kathakali)। খুদে এই শিল্পীর নাচ মুগ্ধ করেছে সাধারণ মানুষেরও। মেয়ের জন্য এখন বাড়িতে অনবরত আসছেন মানুষজন। বাবা কৌশিক রায় পেশায় ব্যবসায়ী এবং মা পূজা রায় গৃহবধূ। ছোটবেলা থেকেই বিভিন্ন গানে মেয়ের নাচের আগ্রহ লক্ষ্য করেই তারা ভর্তি করেন নাচের স্কুলে। চার বছর বয়স থেকেই ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠে এই খুদে প্রতিভা। পড়াশোনার পাশাপাশি নাচকে তার সঙ্গী বানিয়ে নিয়েছে সে। দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।