নন্দীগ্রামে বামের ভোট পড়েছে পদ্মে, শুভেন্দু অধিকারীর তত্ত্বকে সিলমোহর দিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

হাইলাইটস
- নন্দীগ্রামে বামের ভোট রামে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর তত্ত্বকে সিলমোহর দিলেন বিজেপি সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
- নন্দীগ্রামে আসন জেতার জন্য সেখানকার হিন্দু বামপন্থী ভোট তাঁর হাতে এসেছিল বলে দাবি করেন শুভেন্দু।
- সেই সুরেই সুর মেলালেন দিলীপও।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলার সমবায় নির্বাচনেও স্থানীয় স্তরে বিজেপি এবং বাম শিবির একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ে বলেও দাবি করে তৃণমূল। উঠে আসে ‘নন্দকুমার মডেল’-এর কথাও। তারই মধ্যে বাম সমর্থন গেরুয়া শিবিরে আসার অকপট স্বীকারোক্তি আদতে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিচ্ছে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের।অন্যদিকে, গত ডিসেম্বরেই তারিখ রাজনীতিতে বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব দুই মেরুতে অবস্থান করলেও নন্দীগ্রামের নির্বাচন নিয়ে দুজনের একই ধারায় মন্তব্যকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ কিছু তারিখ দিয়ে রাজ্য সরকারের অস্তিত্ব সংকট তৈরির বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তবে নন্দীগ্রাম ইস্যুতে একই পথে পা মেলাতে দেখা হলে দুই বিজেপি শীর্ষ নেতৃত্বকে।
সোমবার সকালেও খড়গপুর শহরে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় চা চক্র যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই একাধিক ইস্যুতে শাসক শিবিরকে নিশানা করলেন তিনি। পাশাপাশি, ভারতে জি-২০ সম্মেলনের আয়োজন সফল করার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একযোগে প্রচেষ্টার ব্যাপারেও জানান দিলীপ। তিনি বলেন, “ভারতের অর্থনীতি, ভারতের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, সংস্কৃতি, খাওয়া-দাওয়া সব কিছু দুনিয়ার সামনে তুলে ধরার সুযোগ আসছে আমাদের কাছে। এজন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে সফল করার চেষ্টা করছে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ