Dooars Utsav 2023 : দু’দিনেই জমজমাট ‘ডুয়ার্স উৎসব’, ভিড় জমাচ্ছেন পার্শ্ববর্তী জেলার বাসিন্দারাও – dooars utsav 2023 celebrating in full swing at alipurduar parade ground


West Bengal News : আলিপুরদুয়ার জেলা প্যারেড গ্রাউন্ডে সাড়ম্বরে চলছে ‘ডুয়ার্স উৎসব’ (Dooars Utsav)। দশদিন ব্যাপী এই উৎসবে রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গে ডুয়ার্স অঞ্চল সহ উত্তরবঙ্গের শিল্প, ভাস্কর্যের রকমারি বিকিকিনির সম্ভার। উৎসব শুরুর দু’দিনের মধ্যেই ভিড় জমতে শুরু করেছে। রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণও।

Brahmaputra Carnival 2023 : হাতি সাফারি থেকে প্যারাগ্লাইডিং, ব্রহ্মপুত্র পাড়ে রঙিন কার্নিভ্যালে পর্যটকদের ভিড়
শনিবার থেকে শুরু হয়েছে ‘ডুয়ার্স উৎসব’। বিগত ১৭ বছর ধরে চলছে এই ঐতিহ্যবাহী উৎসব (Dooars Utsav 2023)। তবে করোনার কারণে গত দুবছরে এই উৎসব হয়নি। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও এই উৎসবে উদ্বোধনী উপস্থিত ছিলেন। তিনি সেখান থেকে ডুয়ার্স উৎসব (Dooars Utsav 2023) যাতে জাতীয় স্বীকৃতি পায় সেই বার্তা দেন। এবারের উৎসবে ৬০০ টিরও বেশি স্টল রয়েছে। থাকছে ভুটান, নেপাল, বাংলাদেশের স্টলও। এছাড়াও তিনটি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। শিশু মঞ্চ, লোক মঞ্চ ও মূল মঞ্চ থেকে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। কলকাতার পাশাপাশি মুম্বাইয়ের শিল্পীরাও ডুয়ার্স উৎসব (Dooars Utsav 2023) মাতাতে আসছেন। বিশেষ আকর্ষণ হিসাবে সংগীত শিল্পী অমিত কুমার, মিকা সিং উৎসবে যোগদান করছেন বলে জানানো হয়েছে। পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর মানুষ এই উৎসবে যোগদান করছেন।

Sonajhuri Haat : এক টুকরো শান্তিনিকেতন! এবার বালুরঘাটেও বসছে সোনাঝুরির হাট
পাশাপাশি, এ বছর জেলার বিভিন্ন ব্লক থেকে চা বাগানের (Tea Garden) শ্রমিকদের জেলা প্রশাসনের উদ্যোগে গাড়ি করে শহরে নিয়ে আসা হচ্ছে। প্যারেড গ্রাউন্ডে ডুয়ার্স উৎসবে (Dooars Utsav 2023) বিভিন্ন জিনিস দেখার পাশাপাশি কেনাকাটা করতে পারবেন চা বাগানের শ্রমিকরা। এ বিষয়ে ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান, জেলা প্রশাসন একটি ভালো উদ্দ্যোগ নিয়েছে। তাঁদেরও সহযোগিতা চেয়েছে। ওই শ্রমিকদের যে টিকিট কেটে দেওয়া হবে, সেটা অবশ্য ডুয়ার্স উৎসব কমিটির হিসেবে যোগ হবে না। প্রায় ৪০ হাজার শ্রমিককে আনার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি ডুয়ার্স উৎসবকে (Dooars Utsav 2023) ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনীও।

Mamata Banerjee Birthday : কেক কেটে-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে জেলায় জেলায় জন্মদিন পালন নেত্রী মমতার
প্রসঙ্গত, গত সপ্তাহে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বৈঠকে ডুয়ার্স উৎসব (Dooars Utsav 2023) আয়োজনের ব্যাপারে আলোচনা হয়। এই বৈঠকেই তারিখ চূড়ান্ত হয়। জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে ১৭তম ডুয়ার্স উৎসব করা নিয়ে এদিন ডুয়ার্স উৎসব সমিতির তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা প্রভাব কাটিয়ে এ বছর আরও জাঁকজমক পূর্ণ ভাবে উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ছাড়াও উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, মহকুমা শাসক বিপ্লব সরকার, অতিরিক্ত জেলাশাসক পুষ্পক রায় সহ ডুয়ার্স উৎসব কমিটির অন্যান্য সদস্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *