মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস পূর্ব মেদিনীপুরের পুলিশের।

হাইলাইটস
- মোবাইল টাওয়ার বসানোর নাম করে প্রতারণা।
- জালিয়াতি চক্রের বড়সড় পর্দা ফাঁস করল পূর্ব মেদিনীপুরের পুলিশ।
- কলকাতা থেকে গ্রেফতার চক্রের সঙ্গে জড়িত 12 জনকে।
পুলিশি জেরায় জানা যায়, বেশ কয়েক মাস আগে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার ধান্দালিবাড় এলাকায় সুজিত দাসকে ফোন করে এক যুবতী। এরপর মোবাইলের টাওয়ার বসাবে বলে বাড়ির মালিক সুজিত দাসকে প্রতিশ্রুতি দেওয়া হয়। তার বিনিময়ে জানানো হয়, বাড়ির মালিক মাসে ৬০ হাজার টাকা করে ভাড়া পাবেন এবং ওই পরিবারের একজন চাকরি পাবেন। এই প্রতারণা চক্রের জালে পা দেন মারিশদা থানার ধান্দালিবাড় এলাকার বাসিন্দা সুজিত দাস। সংস্থার তরফে এটা পেতে গেলে কিছু টাকা দিতে হবে বলে জানানো হয়। দফায় দফায় ১ লাখ ৪০ হাজার টাকা দেয় সুজিত দাস বলে অভিযোগ। পরে ওই ব্যক্তি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। ১৫ ই অক্টোবর মারিশদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মারিশদা থানার পুলিশ তদন্তে নামে। একটি টিম গঠন করে তদন্ত শুরু হয়। এরপর পুলিশ সন্ধান পায় কলকাতা থেকে একটি সংস্থা এভাবে প্রতারণার কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে। বেশ কিছুদিন তদন্তের পর পুলিশ কলকাতার ওই সংস্থার খোঁজ পায়। সংস্থার অফিসে হানা দিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। এই সংস্থার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে সে ব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ