Howrah Accident : মারাত্মক গতিতে বাইক নিয়ে লাইটপোস্টে ধাক্কা, হাওড়ায় ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু ৩ তরুণের – fatal road accident in howrah three young man lost their lives


হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে গেল তিনটি তাজা প্রাণ। দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে প্রাণ হারিয়েছেন তিন তরুণ। রবিবার গভীর রাতে শ্যামপুর-বাগনান সড়কের অন্তর্গত রায়দিঘিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হল শেখ সাইদ (২৪), শেখ জাকির (১৮) এবং শেখ নাজিবুল (১৮)। মৃত জাকির ও নাজিবুলের বাড়ি বাগনান থানার আকুভাগ পূর্বপাড়ায় এবং সাইদের বাড়ি শ্যামপুর থানার সাইবেনিয়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে তিন যুবক একটি বাইকে চেপে সাইবেনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময়ই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে।

Road Accident : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে পুলিশকর্মীর মৃত্যু
পুলিশ ও স্থানী সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ বাইকে করে যাওয়ার সময়ে রায়দিঘির কাছে ইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনজনে রাস্তায় ছিটকে পড়ে। সেই সময় রাস্তায় টহলরত শ্যামপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় পটলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসারা জাকির ও নাজিবুলকে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে সাইদের মৃত্যু হয়। পুলিশের তরফে ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনা। ওই যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, মৃতদের কারও মাথাতেই হেলমেট ছিল না।

Bus Accident : মদ্যপ অবস্থায় ড্রাইভিং -এর জেরে দুর্ঘটনার কবলে স্কুল বাস, আহত ১৫
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এক গাড়ি চালক বলেন, “আমি রাস্তার ধারে গাড়ি থামিয়ে জল খাচ্ছিলাম। বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। হঠাৎ করে রাস্তার ধারে থাকা পোস্টে ধাক্কা মারে। তিনজনই ছিটকে মাটিতে পড়ে যায়। অত্যন্ত মর্মান্তিক ঘটনা পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে।”

Stone Pelting on Vande Bharat Express: তৃতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর! চাঞ্চল্যকর তথ্য রেলের রিপোর্টে

অন্যদিকে সোমবার দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপর থানা এলাকায় পথ দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর ওই পুলিশকর্মীকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। পিছনের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলে হাওড়া পুলিশ কমিশনারেটে কর্মরত ওই কনস্টেবলের মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত কনস্টেবলের নাম পলাশ সাহা। তাঁর বাড়ি মগরাহাট থানা এলাকা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *