মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন হল কলকাতার ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের। কী ভাবে কাজ করবে এই সিস্টেম?
হাইলাইটস
- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের।
- কোনও বিপদের আশঙ্কা বুঝলেই পুশ করা যাবে গাড়িতে ইনস্টল করা প্যানিক বাটন।
- মুখ্যমন্ত্রী বলেন, “দুষ্টু লোকেরা তো চারিদিকেই রয়েছে। তাদের হাত থেকে মা-বোনেদের রক্ষা করতেই এই সিস্টেম।”
কী ভাবে কাজ করবে এই ট্র্যাকিং সিস্টেম?
যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরের প্রত্যেক গাড়িতে বসতে চলেছে ভেহিক্যাল ট্র্যাকার। কোথাও কোনও বিপদ ঘটলে, গাড়ির ভিতরে থাকা যাত্রী পুলিশে খবর দিলেই, সঙ্গে সঙ্গে সেই গাড়ির লোকেশন ধরে ফেলা সহজ হবে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই কলকাতা শহরে চলাচলকারী সমস্ত কমার্শিয়াল গাড়িতেই এই বিশেষ ট্র্যাকিং ডিভাইস লাগানোর কাজ শুরু হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে এই ডিভাইস লাগানোর কাজ সম্পন্ন করতে হবে শহরের গাড়িগুলিকে। এই ট্র্যাকিং ডিভাইস লাগানো থাকবে চালকের কেবিনে। পরিবহণ দফতর এবং লালবাজারের কন্ট্রোল রুম থেকে গাড়িগুলিকে এই ডিভাইসের সাহায্য ট্র্যাকিং করা যাবে। ফলে সহজেই স্থানীয় থানা গাড়ির অবস্থান সম্পর্কে জানতে পারবে। কলকাতা শহরের সমস্ত বাস ও ট্যাক্সি কিংবা অ্যাপ ক্যাবে থাকছে প্যানিক বাটন। বিপদের আশঙ্কা করলেই গাড়ির ভিতরে থাকা যাত্রীরা ওই প্যানিক বাটন প্রেস করতে পারবেন। প্যানিক অ্যালার্ম পাওয়া মাত্রই ওই গাড়ি কিংবা বাসে থাকা যন্ত্রের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে ফেলতে পারবে পুলিশ। বাসের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি দু’মিটার অন্তর থাকবে প্যানিক বাটন। কোনও যাত্রী বিপদ বুঝে প্যানিক বাটন পুশ করলে ৩০ মিনিটের মধ্যে স্থানীয় থানা গাড়ির অবস্থান জেনে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ