স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের বাঁধরোড এলাকায়। স্বাস্থ্য দফতরের ওই চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইককে ধাক্কা মারে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন মোটরবাইক চালক। এই ঘটনার পর মালদা (Malda) শহরের ব্যস্তবহুল এলাকা হিসেবে পরিচিত বাঁধরোডে ব্যাপক শোরগোল পড়ে যায়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ (English Bazar Police Station)। পুলিশি হস্তক্ষেপে অবশেষে দুর্ঘটনা গ্রস্ত দুটি গাড়িকেই উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, স্বাস্থ্য দফতরের গাড়িটি ধীর গতিতেই চলছিল। তবে কোনও রকমে হয়তো ব্রেক ফেল করে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে। এরপরই একটি রাস্তার পাশে মোটরবাইকে ধাক্কা মারে। যদি এই ঘটনায় কেউ আহত হয়নি।
বাইক আরোহী রাজু মণ্ডল বলেন, “আমি স্বাস্থ্য দফতরের ওই গাড়ির পিছনে যাচ্ছিলাম। রাস্তায় এক জায়গায় গাড়িটি স্লো হওয়ার হঠাৎ পিছন দিকে ফেরত আসে। আমার পেছনে আরও একটি গাড়ি ও বাইক ছিল। কোনওরকমে সামলে নিয়েছে। তবে গাড়িটি সম্ভবত ব্রেক ফেল করে যাওয়ার কারণেই পিছন দিকে সরে আসে।” স্বাস্থ্য দফতরের ওই গাড়ির ভিতরে কয়েকজন নার্সিং স্টাফ ছিল বলে জানা গিয়েছে। তবে বাইক আরোহী এবং নার্সিং স্টাফ কেউ সেরকমভাবে আহত হননি।
প্রসঙ্গত, গত নভেম্বর মাসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মালদায় (Malda Road Accident)। বেপরোয়া গতির সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। এই ঘটনায় জোর শোরগোল পড়ে যায় এলাকায়। বারবার এভাবে কেন পথ দুর্ঘটনা ঘটছে? তা নিয়ে সরব হন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটে মালদার চাঁচল–আশাপুর রাজ্য সড়কের হাসপাতাল মোড় এলাকায়। পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম বেলাল হোসেন (৪৫)। তিনি চাঁচল থানার (Chanchal Police Station) অন্তর্গত গলিমপুর এলাকার বাসিন্দা। এখানে পেশায় সবজি বিক্রেতা ছিলেন তিনি।