মাঝে পরিস্থিত এমন হয়েছিল যে মিঠাই (Mithai) শেষের দিকে পা বাড়িয়েছিল। অন্তত গুঞ্জন তো তেমনই ছিল। কিন্তু সব গুঞ্জন জাস্ট তুড়ি মেরে উড়িয়ে মিঠাই ধারাবাহিক রমরমিয়ে চলছে। সিরিয়ালের সেকেন্ড বার্থডে সেলিব্রেশনে পৌঁছে গিয়েছিলাম আমরা… কী বললেন সিরিয়ালের নায়িকা সৌমীতৃষা (Soumitrisha Kundu)? দেখে নিন ইনসাইড স্টোরি।