Nadia News : নদিয়ায় বাস ধর্মঘট, চরম দুর্ভোগ পথে বের হওয়া মানুষের – krishnanagar bus owner called strike for illegal auto and toto service


West Bengal News : অটোর দৌরাত্ম্যের অভিযোগ তুলে প্রতিবাদ। অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল নদিয়ার কৃষ্ণনগর স্ট্যান্ডের বাস মালিকরা। সমস্যায় কৃষ্ণনগর, নবদ্বীপ অঞ্চলের নিত্য যাত্রীরা। দীর্ঘদিন এই ধর্মঘট চললে গোটা জেলা জুড়ে যানবাহনের সমস্যায় পড়ার আশঙ্কা নিত্য যাত্রীদের। আগামী দিনে প্রশাসন বেআইনি অটো চলাচল বন্ধ না করলে ধর্মঘট আরও দীর্ঘায়িত করা হবে বলে জানিয়েছেন বাস মালিকরা।

Malda News : যাত্রী তোলা নিয়ে টোটো-পিক আপ ভ্যান চালকদের বিরোধ, হাতাহাতিতে উত্তেজনা মালদায়
স্থানীয় সূত্রে খবর, সোমবার থেকে অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে নদিয়া জেলা তথা কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের বাস মালিক ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের (Krishnanagar Bus Owner Union) তরফে শুরু হয়েছে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট। ফলে এদিন নদিয়ার নবদ্বীপ (Nabadwip), স্বরূপগঞ্জ ঘাট (Swarupganj Ghat) বাসস্ট্যান্ডেও দেখা গেল কৃষ্ণনগর গামী ৮ নং রুটের বাস চলাচল বন্ধ থাকতে। তবে শুধু নবদ্বীপ ও কৃষ্ণনগর নয় এর প্রভাব পড়তে শুরু করেছে গোটা নদিয়া (Nadia) জেলা জুড়ে। কর্মবিরতির ডাক দেওয়ায় বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জন্য ক্ষতির মুখে পড়তে হচ্ছে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থানে যাওয়া নিত্য যাত্রীদের।

Nadia News : আয়কর দফতরের কর্মী সেজে টাকা হাতানোর চেষ্টা, রানাঘাটে ধৃত ১
নদিয়া (Nadia) জেলা বাস মালিক ইউনিয়নের সেক্রেটারি শংকর পাল জানিয়েছেন, এর আগেও বাস রুট গুলিতে বেআইনিভাবে অটোর দৌরাত্ম্যের ফলে জেলার প্রশাসনিক স্তরে আরটিআই থেকে শুরু করে লিখিত অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে দাবি তাঁদের। বেআইনি অটো চলাচল বন্ধের অভিযানে নামার আশ্বাস দিয়েছিলেন প্রশাসন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনও প্রভাব দেখা যায়নি বলে দাবি বাস মালিক ইউনিয়নের। তাই যারা বাস চালক রয়েছে তারা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। তবে আগামী দিনে প্রশাসন যদি বেআইনি অটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেয়, তাহলে এর থেকে বড় ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি বাস চালক ও নদিয়া জেলা বাস ইউনিয়নের (Nadia District Bus Union)।

Nadia Road Accident : নদিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, বালি বোঝাই লরির চাকায় পিষ্ট সাইকেল আরোহীর
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতেই অটোর দৌরাত্ম্যের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক দেয় রানাঘাট (Ranaghat) সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশন। অভিযোগ ছিল, প্রত্যেকটি বাসস্ট্যান্ড গুলিতে অটো এবং টোটো চালকরা আগেই যাত্রীদের গাড়িতে করে নিয়ে বেরিয়ে যান, পরবর্তীতে বাসস্ট্যান্ড গুলিতে বাস এসে যাত্রী খুঁজে পান না। বাস মালিকদের বক্তব্য, এই নিয়ে বেশ কয়েকবার আলোচনা সভা হয় তাতেও কোন লাভ হয়নি। সে কারণে গত ৯ ডিসেম্বর রানাঘাট সাব ডিভিশনের মোট ছটি রোডে ধর্মঘটের মধ্যে দিয়ে বাস পরিষেবা বন্ধ করে রানাঘাট সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *