Purba Medinipur : বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বার্তা, পাঁশকুড়া থেকে ওডিশা যাত্রা বার্নিং রাইডার্সের – burning riders organization travelling panskura to odisha get awareness message of prevent child marriage


West Bengal News : বাল্যবিবাহ (Child Marriage) শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশের একটি জ্বলন্ত সমস্যা। বাল্যবিবাহ (Child Marriage) রোধে সরকারের তরফে কড়া আইন আনা হলেও, লুকিয়ে লুকিয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অনেক জায়গাতেই গোপনে সারা হচ্ছে এই বেআইনি কাজ। এই প্রথার বিরুদ্ধে মাঝে মধ্যেই সাধারন মানুষকে গর্জে উঠতে বা সচেতনতা প্রচারে দেখা যায়। এবার বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা প্রচারে নামল পাঁশকুড়ার (Panskura) বার্নিং রাইডার্সের (Burning Riders) প্রতিনিধিরা। সোমবার পাঁশকুড়া (Panskura) বাসস্ট্যান্ড থেকে ১৫ জনের একটি দল বাইক নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা তুলে ধরতে যাত্রা শুরু করে। পাঁশকুড়া থেকে পাশের রাজ্য ওডিশা (Odisha) পর্যন্ত তাদের বার্তা অভিযান চলবে বলে সংগঠনের প্রতিনিধিরা জানান।

British Cyclist Couple : সাইকেল চেপে মুর্শিদাবাদে ব্রিটিশ দম্পতি! সচেতনতার বার্তা দিতে যাবেন উত্তরবঙ্গেও
এই বিষয়ে সংগঠনের এক প্রতিনিধি বলেন, “প্রতিবছর আমরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে থাকি। সমাজের প্রতি কিছু বার্তা যাতে তুলে ধরা যায় তার জন্যই আমাদের এই যাত্রা। প্রতিবারই কিছু না কিছু বার্তা তুলে ধরা হয়। কখনও পরিবেশ দূষণ মুক্তের বার্তা আবার কখনও মাদক বর্জনের বার্তা। এবার বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা তুলে ধরে যাত্রা শুরু করা হচ্ছে।” বাল্যবিবাহের নিরিখে রাজ্যে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা। জেলা প্রশাসনের উদ্যোগে তা প্রতিরোধ করার কর্মসূচি জারি রয়েছে। তা সত্ত্বেও বার্নিং রাইডার্সের (Burning Riders) মতন আরও সংগঠনের এই বিষয়ে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন জেলার নাগরিকবৃন্দ।

Murshidabad News : সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন পরিদর্শনে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিক্ষোভ স্থানীয়দের
তাদের মতে, বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবাইকে নিয়ে কাজ করে যেতে হবে। কিশোরীরা তাদের কৈশোরকালীন উল্লেখযোগ্য সময় বিদ্যালয়গুলোতে অতিবাহিত করে। তাই কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয়ের অনুশাসন, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।

Didir Suraksha Kawach : ক্যানিংয়ে বিধায়কের হাত ধরে প্রচার শুরু ‘দিদির সুরক্ষা কবচ’, পঞ্চায়েতের আগে জনসংযোগে তৃণমূল
এছাড়াও নাগরিক সমাজ মনে করেন, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুদক্ষ ও আন্তরিক পরিকল্পনার ফলে সব স্তরের শিক্ষা সহজ হয়েছে। কিশোরীদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে পারলে তারাও যোগ্য নাগরিক হিসেবে উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাল্যবিবাহ (Child Marriage) প্রতিরোধ এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা আনার লক্ষ্যে সাংসদরা নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। যার ইতিবাচক প্রভাব সারা রাজ্যে পরিলক্ষিত হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *