এই বিষয়ে সংগঠনের এক প্রতিনিধি বলেন, “প্রতিবছর আমরা দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে থাকি। সমাজের প্রতি কিছু বার্তা যাতে তুলে ধরা যায় তার জন্যই আমাদের এই যাত্রা। প্রতিবারই কিছু না কিছু বার্তা তুলে ধরা হয়। কখনও পরিবেশ দূষণ মুক্তের বার্তা আবার কখনও মাদক বর্জনের বার্তা। এবার বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা তুলে ধরে যাত্রা শুরু করা হচ্ছে।” বাল্যবিবাহের নিরিখে রাজ্যে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা। জেলা প্রশাসনের উদ্যোগে তা প্রতিরোধ করার কর্মসূচি জারি রয়েছে। তা সত্ত্বেও বার্নিং রাইডার্সের (Burning Riders) মতন আরও সংগঠনের এই বিষয়ে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন জেলার নাগরিকবৃন্দ।
তাদের মতে, বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবাইকে নিয়ে কাজ করে যেতে হবে। কিশোরীরা তাদের কৈশোরকালীন উল্লেখযোগ্য সময় বিদ্যালয়গুলোতে অতিবাহিত করে। তাই কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয়ের অনুশাসন, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে।
এছাড়াও নাগরিক সমাজ মনে করেন, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুদক্ষ ও আন্তরিক পরিকল্পনার ফলে সব স্তরের শিক্ষা সহজ হয়েছে। কিশোরীদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে পারলে তারাও যোগ্য নাগরিক হিসেবে উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাল্যবিবাহ (Child Marriage) প্রতিরোধ এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা আনার লক্ষ্যে সাংসদরা নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। যার ইতিবাচক প্রভাব সারা রাজ্যে পরিলক্ষিত হচ্ছে।