Road Accident : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে পুলিশকর্মীর মৃত্যু – police constable died in an road accident in dakshin 24 pargana bishnupur area


South 24 Parganas : পথ দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশ কর্মীর। মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে (Bishnupur)। মৃত পুলিশ কর্মীর নাম পলাশ সাহা। ১১৭ নং জাতীয় সড়কের (117 no National Highway) উপর একটি বাসের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হন ওই পুলিশ কর্মী। দুর্ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরে বিষ্ণুপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। গঙ্গাসাগর মেলা চলাকালীন ১১৭ নং জাতীয় সড়কের উপর গাড়ির চাপ বেশি রয়েছে। তারপরেও অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত হার্ডা কোম্পানির সামনে দুর্ঘটনাটি ঘটে। প্রতিদিনকার ন্যায় কাজে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন পলাশ দাস।

Bus Accident : মদ্যপ অবস্থায় ড্রাইভিং -এর জেরে দুর্ঘটনার কবলে স্কুল বাস, আহত ১৫
জানা গিয়েছে, পলাশ দাস হাওড়া পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মগরাহাট থানা এলাকায়। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে একটি বাইক নিয়ে যাবার সময় দ্রুত গতিতে আসা একটি বাস ধাক্কা মারে। রাস্তার মধ্যেই ছিটকে পড়ে ওই ব্যক্তি। এরপর বাসের পিছনের চাকা তাঁর গায়ের উপর দিয়ে পিষ্টে যায়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ব্যক্তির পরিচয় পত্র দেখে বোঝা যায় তিনি একজন পুলিশ কর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা বিষ্ণুপুর থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

Border Security Force : পেট্রাপোল সীমান্তে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, যাত্রীবাহী বাস থেকে আটক ২
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিষ্ণুপুরের ওই এলাকায় এমনিতেই রাস্তা খুব সংকীর্ণ। তার মধ্যে দিয়ে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চলাচল করে। তার মধ্যে থেকে এই সপ্তাহে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। যে কারণে গাড়ির চাপ অত্যন্ত বেশি। প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে ১১৭ নং জাতীয় সড়কের উপর দিয়ে। যাত্রী ও গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও কঠোর হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, বিষ্ণুপুর হার্ডা কোম্পানির সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে। যে ছেলেটি দুর্ঘটনায় মারা গিয়েছে, তাঁর পরিচয় পত্র দেখা হয়েছে। তিনি একজন পুলিশ কর্মী ছিলেন। একটি বাসের সঙ্গে ধাক্কায় তাঁর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে তিনি মারা যান বলে মনে করা হচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা।” দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

Uttar 24 Pargana : হালিশহরে প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার বোমা, এলাকায় আতঙ্ক
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *