Uttar 24 Pargana : পুকুর থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য হাবরায় – an unknown body recovered from a pond in habra


West Bengal News : হাবরায় পুকুরের মধ্যে থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বস্তা বন্দি মৃতদেহ। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। হাবরা থানার পুলিশ (Habra Police Station) দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Asansol News : আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ ? সাত সকালে আসানসোলে উদ্ধার ব্যক্তির পোড়া দেহ
স্থানীয় সূত্রে খবর, সোমবার হাবরা জয়গাছি মিলন তীর্থ ক্লাবের পাশে পুকুরের মধ্যে থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনা স্থলে হাবড়া থানার (Habra Police Station) বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, সকালে কয়েক জন যুবক পুকুরে মাছ ধরার জন্য যায়। ঠিক তখনই দেখতে পায় পুকুরের মধ্যে ভেসে রয়েছে একটি মৃতদেহ। এই মৃতদেহ কী করে আসল পুকুরের মধ্যে উঠছে প্রশ্ন। স্থানীয়দের অনুমান ৪০ থেকে ৪৫ বছর বয়স হবে ওই ব্যক্তির। তবে তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। মৃতদেহ উদ্ধারের পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় হাবরা থানায় (Habra Police Station)।

Road Accident : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে পুলিশকর্মীর মৃত্যু
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কয়েকজন যুবক দেখে পুকুরের মধ্যে বস্তা বন্দী কিছু একটা পড়ে রয়েছে। প্রথমে সেটি মৃতদেহ এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরপরেই এলাকার জড়ো হতে থাকেন পুকুরের সামনে। বেশ কিছুক্ষণ পর বোঝা যায় বস্তার ভিতর থেকে একটি পা বেরিয়ে রয়েছে। এরপরই স্থানীয় বাসিন্দারা অনুমান করেন একটি মৃতদেহ বস্তা বন্দী অবস্থায় পুকুরের ভাসছে। তখনই থানায় খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা গোপাল দত্ত বণিক, ” বহু বছর আগে এই পুকুর থেকে এরকমভাবে একটি দেহ উদ্ধার হয়। আজকে ফের এরকম একটি পুরুষ মানুষের দেহ পাওয়া গিয়েছে। দেহের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, ফলে চেনা যায়নি। কী করে এরকম হলো সেটা আমরা বলতে পারব না।” বাইরে থেকে

Amta TMC Leader Death : পুকুর থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার, পথ অবরোধ, উত্তেজনা আমতায়
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে হাবরা থানার (Habra Police Station) আইসি অরিন্দম মুখোপাধ্যায়। সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখেন তিনি। পরবর্তীতে পুকুরের মধ্যে থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে (Habra State General Hospital)। বর্তমানে হসপিটালে রাখা রয়েছে মৃতদেহ। মৃত ব্যক্তির নাম পরিচয়ের সন্ধান চালাচ্ছে হাবরা থানার পুলিশ। এটা কি খুন নাকি আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ময়না তদন্তের পর সামনে আসবে এর আসল কারণ বলে পুলিশের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *