Vande Bharat Express News: ফের পাথর বন্দে ভারত এক্সপ্রেসে, আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে – again stone pelting at howrah njp vande bharat express near bardhaman


Vande Bharat Express Route ফের পাথর হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। এই নিয়ে তৃতীয়দিন হামলার মুখে বাংলার প্রথম সেমি হাইস্পিড ট্রেন । মালদা, নিউ জলপাইগুড়ির পর বর্ধমানের কাছে আপ হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে (Howrah NJP Vande Bharat Express ) ঢিল পড়ার অভিযোগ উঠেছে। রেল সূত্রে খবর, হুগলির চন্দনপুল ও বর্ধমানের মাঝামাঝি ছোড়া হয়েছে ঢিল বলে অভিযোগ। সকাল ৬টা ৪০ নাগাদ হামলার ঘটনা। ক্ষতিগ্রস্থ ট্রেনের সি-5 কোচের (Vande Bharat Express C5 Coach) জানালা। ফের বুলেট ট্রেনে পাথর হামলার ঘটনায় প্রবল চাঞ্চল্য। প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। রেলের তরফে হামলার কেস রেজিস্টার হয়েছে বলে খবর। যদিও রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীকে (Eklavya Chakraborty ) ফোন করা হলে তিনি বলেন, ”আমার কাছে এখনও এরকম কোনও খবর নেই। বিষয়টি খতিয়ে দেখছি।”

Stone Pelting on Vande Bharat Express: তৃতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর! চাঞ্চল্যকর তথ্য রেলের রিপোর্টে
যাত্রা শুরুর দিন থেকে শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস। বাংলার প্রথম বুলেট ট্রেন নিয়ে উৎসাহ, উদ্দীপনা কেটে এখন এসে দাঁড়িয়েছে আতঙ্কে। রবিবারের পর সোমবারও বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল মারার অভিযোগ উঠল। যদিও রবিবারের ঘটনাকে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে নিজের রিপোর্টে ভুয়ো বলে দাবি করেছে। সেই রেশ কাটতে কাটতে ফের সোমবার এনজেপি মুখী আপ বন্দে ভারত এক্সপ্রেসে (Howrah NJP Vande Bharat Express) ঢিল পড়ার অভিযোগ সামনে আসে। ইতিমধ্য়েই সোশাল মিডিয়ায় বন্দে ভারতে হামলার খবর ভাইরাল। এনজেপি স্টেশনে খতিয়ে দেখা হবে বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষতিগ্রস্থ কোচটি।

Howrah NJP Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে হামলা! ট্রেনে পাথর ছুড়লে কত বছরের জেল? জানুন আইন
উল্লেখ্য, উদ্বোধনের পর থেকেই বার বার হামলার নিশানায় বাংলার প্রথম বুলেট ট্রেন। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একইসঙ্গে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। বার বার এমন লাক্সারি ট্রেনে হামলায় এবার যাত্রী সংখ্যা কমার আশঙ্কা। যাত্রা শুরুর পর দ্বিতীয় ও তৃতীয়দিনের পর ফের এদিন পাথর বৃষ্টির অভিযোগ। এর আগে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে কিষাণগঞ্জে রেলের উপর তিন চার জন কিশোর পাথর ছোড়ে। তাদের আটকও করে পুলিশ। এর আগে বিহার দিয়ে যাওয়ার সময় সেই রুটে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।

Mamata Banerjee On Vande Bharat Express :’পুরনো ট্রেনকে রং করে দিয়েছে…’, বন্দে ভারত নিয়ে কটাক্ষ মমতার

পাথর হামলা রুখতে এর আগে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল রেল। বন্দে ভারত এক্সপ্রেস ও তাঁর যাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ বানায় GRP। হাওড়া-NJP বন্দে ভারত এক্সপ্রেস প্রতিটি স্টেশন পার করলে সেই স্টেশনের জিআরপি এর আইসি, ওসি ও অফিসাররা ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য ওই হোয়াটস অ্যাপ গ্রুপেই পেয়ে যাবেন বলে জানানো হয়েছিল। একইসঙ্গে ট্রেনে পাথরল ছুঁড়ে ধরা পড়লে কী কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সে ব্যাপারেও সচেতনতার বার্তা দেওয়ার কাজ করা হচ্ছিল রেলের তরফে। কিন্তু এতদসত্ত্বেও বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টির ঘটনা বন্ধ না হওয়ায় প্রশ্নের মুখে রেলকর্তাদের ভূমিকাও।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *