পাকস্থলীতে ক্যানসারের মতন বিরল রোগের অস্ত্রোপচার বারাসত হাসপাতালে।

হাইলাইটস
- অস্ত্রোপচারে সাফল্য বারাসত হাসপাতালের।
- পাকস্থলীতে ক্যানসার সারল এক মহিলার।
- খুশি মহিলার পরিবার।
পরিবারের সাথে কথা বলে হাসপাতাল সুপার সুব্রত মন্ডল বুঝতে পেরেছিলেন, পরিবারের যা অবস্থা তাতে তারা কোনোভাবেই অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবেন না। অগ্যতা বাড়িতে থেকেই রোগীর নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনও উপায় নেই। হাসপাতাল সেইমত চ্যালেঞ্জ নিয়ে ফেলে এবং গত শনিবার সবরকম পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করা হয়। সুপার জানান, “আজ রোগীকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। রোগী সম্পুর্ন সুস্থ আছেন”। এই প্রথম এমন ধরনের অস্ত্রোপচার করা হল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে। যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল, তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার আগামীতেও করতে হবে বলে জানান চিকিৎসকরা।তাই হাসপাতাল সুপারের ভরসায় এই অস্ত্রোপচার করে তাঁরা সফল হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। সম্পুর্ন বিনামূল্যে চিকিৎসা হয়েছে এবং আগামীতে রোগীকে কেমোথেরাপিও হাসপাতাল থেকেই ব্যবস্থা করা হবে বলে জানান সুপার সুব্রত মন্ডল।
এর আগেও এক থ্যালাসেমিয়া (Thalassemia) আক্রান্ত রোগীর ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে শিরোনামে এসেছিল বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীর শরীরে বাসা বাঁধা আড়াই কেজি ওজনের টিউমার অস্ত্রোপচার হয় এই হাসপাতালে। ওই রোগী এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ বলেও জানা গিয়েছে। রাজ্যে সরকারী হাসপাতালের পরিষেবা নিয়ে যখন অনেকেই প্রশ্ন তোলেন বা ভ্রু কুঁচকান, তখন বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের এই ধরনের জটিল অস্ত্রোপচার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন রাজ্যের চিকিৎসক মহল।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ