Barasat Medical College and Hospital : অস্ত্রোপচারে নজির বারাসত হাসপাতালের, ক্যানসার জয় ছায়ার – barasat medical college and hospital doctors did a rare operation and saved woman life


পাকস্থলীতে ​ক্যানসারের মতন বিরল রোগের অস্ত্রোপচার বারাসত হাসপাতালে।

 

হাইলাইটস

  • অস্ত্রোপচারে সাফল্য বারাসত হাসপাতালের।
  • পাকস্থলীতে ক্যানসার সারল এক মহিলার।
  • খুশি মহিলার পরিবার।
North 24 Parganas News : ফের এক সফল অস্ত্রোপচারের (Critical Operation) পালক জুটল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের (Barasat Medical College and Hospital) মুকুটে। কয়েকমাস আগেই থ্যালাসেমিয়া (Thalassemia) আক্রান্ত এক রোগীর সফল অস্ত্রোপচার (Critical Operation) করা হয়েছিল বারাসতে (Barasat), বের করা হয়েছিল আড়াই কেজির টিউমার (Tumor)। আর এবার হল এক অত্যন্ত জটিল অস্ত্রোপচার, পাকস্থলীতে ক্যান্সারের (Cancer)। মঙ্গলবার এই খবর জানালেন হাসপাতালের সুপার (Hospital Super) সুব্রত মন্ডল। তিনি বলেন, “গত ২৯ শে ডিসেম্বর বারাসত (Barasat) কাজিপাড়ার বাসিন্দা ছায়া রানী দে ভর্তি হন হাসপাতালে। তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পরে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, অন্য কোথাও নিয়ে গিয়ে অপারেশন করাবে সেই সামর্থ্যও ছিল না ওই পরিবারের”। তাই তাঁর নির্দেশ মতন ডঃ রবিন মুখার্জি, ওঙ্ক সার্জেন্ট ডঃ রাজীব কান্তি শিকদার সহ নার্সিং স্টাফদের নিয়ে একটি টিম করে একটা চ্যালেঞ্জের সন্মুখীন হয় হাসপাতাল, জানান বারাসত হাসপাতালের (Barasat Medical College and Hospital) সুপার।

Santipur State General Hospital : জরায়ুর বদলে ভ্রুণ বেড়ে উঠছিল ডিম্বাশয়ে, প্রসূতির জটিল অস্ত্রোপচার শান্তিপুর হাসপাতালে
পরিবারের সাথে কথা বলে হাসপাতাল সুপার সুব্রত মন্ডল বুঝতে পেরেছিলেন, পরিবারের যা অবস্থা তাতে তারা কোনোভাবেই অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবেন না। অগ্যতা বাড়িতে থেকেই রোগীর নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনও উপায় নেই। হাসপাতাল সেইমত চ্যালেঞ্জ নিয়ে ফেলে এবং গত শনিবার সবরকম পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করা হয়। সুপার জানান, “আজ রোগীকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। রোগী সম্পুর্ন সুস্থ আছেন”। এই প্রথম এমন ধরনের অস্ত্রোপচার করা হল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে। যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল, তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার আগামীতেও করতে হবে বলে জানান চিকিৎসকরা।তাই হাসপাতাল সুপারের ভরসায় এই অস্ত্রোপচার করে তাঁরা সফল হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। সম্পুর্ন বিনামূল্যে চিকিৎসা হয়েছে এবং আগামীতে রোগীকে কেমোথেরাপিও হাসপাতাল থেকেই ব্যবস্থা করা হবে বলে জানান সুপার সুব্রত মন্ডল।

Alipurduar District Hospital : উপযুক্ত পরিকাঠামো ছাড়াই বিরল অস্ত্রোপচারে সাফল্য, নজির আলিপুরদুয়ার হাসপাতালের
এর আগেও এক থ্যালাসেমিয়া (Thalassemia) আক্রান্ত রোগীর ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে শিরোনামে এসেছিল বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীর শরীরে বাসা বাঁধা আড়াই কেজি ওজনের টিউমার অস্ত্রোপচার হয় এই হাসপাতালে। ওই রোগী এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ বলেও জানা গিয়েছে। রাজ্যে সরকারী হাসপাতালের পরিষেবা নিয়ে যখন অনেকেই প্রশ্ন তোলেন বা ভ্রু কুঁচকান, তখন বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের এই ধরনের জটিল অস্ত্রোপচার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন রাজ্যের চিকিৎসক মহল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *