Blast in Kamarhati : কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ২ – blast in kamarhati 2 people gets injured


Produced by Tuhina Mondal | Lipi | Updated: 10 Jan 2023, 12:51 pm

কামারহাটিতে বিস্ফোরণ। গুরুতর জখম ২ জন। তাঁদের আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। রইল বিস্তারিত

 

কামারহাটিতে বিস্ফোরণ

হাইলাইটস

  • দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন।
  • তার আগে কামারহাটিতে বিস্ফোরণের ঘটনা।
  • সূত্রের খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে একটি গ্যাস ফিলিংয়ের দোকানে এই ঘটনা ঘটেছে।
দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে কামারহাটিতে বিস্ফোরণের ঘটনা। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি গ্যাস ফিলিংয়ের দোকানে এই ঘটনা ঘটেছে। আচমকাই একটি বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তাঁরা গিয়ে জানতে পারেন দোকানে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় আহত দু’জন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বিস্ফোরণ এখনও তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গ্যাস ফিলিংয়ের কাজ হয় সেই দোকানে। ফলে সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। খড়দা এবং কামারহাটি থানার সংযোগস্থলে এই ঘটনা ঘটেছে। দুই থানার পুলিশই ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় বিধায়ক মদন মিত্র বলেন, “আমার কাছেও খবর এসেছে। ঘটনাস্থলে যাব। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

Local Train Accident: শিয়ালদা দক্ষিণ শাখায় রেল লাইনে ফাটল, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা ডায়মন্ড হারবার লোকালের
ঠিক কী ঘটেছে?
প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তাঁরা আচমকাই একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। কার্যত সেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তাঁরা গিয়ে দেখতে পান, চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। দু’জন গুরুতর আহত। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। আপাতত সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী কারণে এই বিস্ফোরণ? তা নিয়ে এখনও কোনও তথ্য হাতে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ তদন্তে নেমেছে । বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

YouTube Channel : ইউটিউবে ভিডিয়ো দেখিয়ে চলত অবৈধ পাখি বিক্রির ব্যবসা, দক্ষিণেশ্বর থেকে ধৃত ২
এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, “বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুনেছি। আহতদের যাতে সুচিকিৎসা করা হয় তার ব্যবস্থা করা হয়েছে। শুনেছি গ্যাস ফিলিং করার সময় এই ঘটনা ঘটেছে।” এদিকে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকাল সকাল এই ঘটনা ঘটেছে। কীভাবে কী ঘটেছে বুঝতে পারছি না। দু’জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অত্যন্ত আতঙ্কে রয়েছি।” পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের কারণ ঠিক কী? তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পরেই এই প্রসঙ্গে মন্তব্য করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *