Cooch Behar News : নিশীথ প্রামাণিক আদালতে হাজিরা দিতেই উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের, মিষ্টি বিতরণ কোচবিহারে – cooch behar tmc worker sweet distribution after bjp minister nisith present at alipurduar court


West Bengal News : কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) আদালতে হাজিরা দিতে উপস্থিত হতেই মিষ্টি খাইয়ে উৎসব পালন তৃণমূলের। এদিন কোচবিহার শহরের কাছাড়ি মোড়ে সাধারণকে মিষ্টি খাওয়ানোর আয়োজন করা হয় যুব তৃণমূল কংগ্রেসের তরফে। প্রসঙ্গত, মঙ্গলবার সকালেই আলিপুরদুয়ার আদালতে (Alipurduar Court) ১৪ বছর আগের একটি মামলার কারণে হাজিরা দিতে হয় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে। গত নভেম্বর মাসেই তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল।

Cooch Behar News : টাকা নিয়ে পদ বিল সভাপতি-চেয়ারম্যানের! তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পোস্টার ঘিরে কোচবিহারে শোরগোল
আলিপুরদুয়ারে (Alipurduar) সোনার দোকানে ডাকাতির মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে (Alipurduar Court) হাজিরা দেন। এই ঘটনাকে নিজেদের ‘জয়’ বলে মনে করছে তৃণমূল (Trinamool)। সেই জয়ের আনন্দে কোচবিহার (Cooch Behar) শহরের কাছাড়ি মোড় এলাকায় কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টি ও চকলেট খাওয়ান নেতা ও কর্মীরা। এদিন দুপুরে পথচলতি মানুষ থেকে গাড়িচালকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। কোচবিহার শহর যুব তৃনমুল সভাপতি রাকেশ চৌধুরী বলেন, “কোচবিহারের সাংসদ আমাদের লজ্জা। তিনি আলিপুরদুয়ারে সোনার দোকানের ডাকাতির মামলার আসামী। তাঁর আত্মসমর্পণের দাবিতে জেলা তৃণমূলের এর পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছিল। আমাদের সেই আন্দোলনের ফলেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন আলিপুরদুয়ার আদালতে (Alipurduar Court) হাজিরা দিলেন।”

Alipurduar District Hospital : উপযুক্ত পরিকাঠামো ছাড়াই বিরল অস্ত্রোপচারে সাফল্য, নজির আলিপুরদুয়ার হাসপাতালের
১৪ বছর আগে দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথের। তা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয় আলিপুরদুয়ার থানায় (Alipurduar Police Station)। ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের কাছে দু’টি সোনার দোকানে চুরির অভিযোগ ওঠে নিশীথের প্রামাণিকের (Nisith Pramanik) বিরুদ্ধে। তিনি ২০১৯ সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসাতের এমপি আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু পরবর্তী কালে নিশীথের আবেদনের ভিত্তিতে ওই মামলাটি আবার আলিপুরদুয়ার আদালতের (Alipurduar Court) লোয়ার কোর্টে পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিশীথ প্রামাণিকের নামে পরোয়ানা জারি হওয়ার পরেই প্রতিবাদে মুখর হয় তৃণমূল। তাঁর আত্মসমর্পণের দাবি তুলে আন্দোলনে নামে রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা।

Uttar 24 Pargana : বনগাঁয় BJP-র কর্মী সম্মেলনের দেখা মেলেনি সাংসদ শান্তনু ঠাকুরের, ফের শুরু গুঞ্জন
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আগেই অস্বীকার করেছেন কোচবিহারের সাংসদ। আদালত থেকে বেরিয়ে মঙ্গলবার নিশীথ বলেন, “রাজ্য জুড়ে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বিরোধীদের৷ এটা একটা রাজনৈতিক চক্রান্ত৷ আমাকে ফাঁসানো হয়েছে৷ এই ঘটনাটি বামফ্রন্ট আমলের৷ তখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের আন্দোলনকে দাবিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল৷ রাজবংশী সম্প্রদায়ের মানুষের হয়ে লড়াই করতে গিয়ে আমাকে ফাঁসানো হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *