Hooghly News : মদের ঠেকে তুমুল মারপিট, শ্রীরামপুরের প্রৌঢ়ের মৃত্যুতে চাঞ্চল্য – hooghly old man allegedly beaten and lost life in hospital police arrested one


West Bengal Local News: এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় হুগলির শ্রীরামপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডের বিধান পার্ক বৈষ্ণব পাড়ার বাসিন্দা মহেন্দ্র তাঁতি (৫৭) নামে এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মদের ঠেকে মারধরের কারণে ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। স্থানীয় সূত্রে খবর, নিহত মহেন্দ্র ওয়েলিংটন জুটমিলের শ্রমিক ছিলেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি শুক্রবার শ্রীরামপুরের কাটাপোল এলাকায় গিয়েছিলেন। সেখানে মদের ঠেকে বচসা হয়। পরিবারে অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁকে বেধড়ক মারধর করে অপূর্ব বাগ ওরফে ভাদু নামের এক ব্যক্তি। শনিবার সকালে কোনওভাবে বাড়ি ফিরে আসেন মহেন্দ্র। ছেলে অরুণকে বলেন ভাদু তাঁকে মারধর করেছে। মুখ ও মাথায় গুরুতর আঘাত থাকায় মহেন্দ্রকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবার। শনিবার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রৌঢ়ের পরিবারের তরফে শ্রীরামপুর থানায় (Serampore Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে।

Kamarpukur : পর্যটক-দোকানদারদের মধ্যে বচসার জেরে হাতাহাতি, তুমুল উত্তেজনা কামারপুকুরে
এই ঘটনা প্রসঙ্গে নিহত মহেন্দ্র তাঁতির ছেলে অরুণ বলেন, “শুক্রবার রাতে বাবা বাড়ি ফেরেননি। পরদিন সকালে নিজেই বাড়ি ফিরে আসে। জিজ্ঞেস করতেই বলেন কাঁটাপুলের কাছে গিয়েছিলাম এরপর হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বলেন। প্রচণ্ড মারধরে মুখ ফাটিয়ে দিয়েছিল। বাবা কথা বলতে পারছিল না কোনওরকমে নামটা বলেছিল। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।”

Hooghly News : রাস্তা সংস্কারের পরই উঠে যাচ্ছে পিচের আস্তরণ, প্রতিবাদে অবরোধ শ্রীরামপুরে
শ্রীরামপুর থানার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভাদুকে রবিবার রাতের ডাকাতির ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এরপর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ভাদুর বিরুদ্ধে এর আগে এক যুবককে গুলি চালানো, বোমাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। মদের ঠেকে বচসার কারণে মহেন্দ্রকে মাধধর করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমাণ। সোমবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হলে ছয়দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Hooghly News : অশিক্ষক কর্মীর ‘অশ্লীল’ আচরণ, প্ল্যাকার্ড হাতে স্কুলে বিক্ষোভ ছাত্রী-অভিভাবকদের
এই ঘটনা প্রসঙ্গে শ্রীরামপুর পুরসভার (Serampore municipality) ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু গঙ্গোপাধ্যায় বলেন, ‘মহেন্দ্র একজন নিরীহ লোক ছিলেন। কেন তাঁকে খুন করা হলে, তা খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আমরা আবেদন করেছি। পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে। মৃতের পরিবারের পাশাপাশি আমরাও দোষীর উপযুক্ত শাস্তি চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *