Howrah Station : অবৈধ উপায়ে ভারতে প্রবেশ, হাওড়া স্টেশন থেকে ৯ বাংলাদেশি গ্রেফতার – howrah police arrested 9 bangladeshi to enter india illegally


অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী নয় জন বাংলাদেশিকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ।

 

Howrah News
হাওড়া স্টেশনে বাইরে থেকে ৯ বাংলাদেশি গ্রেফতার

হাইলাইটস

  • অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী নয় জন বাংলাদেশিকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ
  • হাওড়া স্টেশনের বাইরে থেকে দুটি গাড়ি আটক করে পুলিশ।
  • বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের গ্রেফতার করা হয়।
Howrah : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী নয় জন বাংলাদেশিকে (Bangladeshi) গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ (Golabari Police Station)। সোমবার হাওড়া স্টেশনের (Howrah Station) বাইরে থেকে দুটি গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়ি করেই ওই দশজন অনুপ্রবেশকারী ব্যাঙ্গালোরের উদ্দেশ্য যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের গ্রেফতার করা হয়। ভারতে আসার জন্য এক দালালের সাহায্য নেয় তারা। সেই ব্যক্তিকেও এদিন গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, হাওড়া স্টেশনের (Howrah Station) বাইরে থেকে গ্রেফতার নয় বাংলাদেশি সহ ১০ জন। গোপন খবরের ভিত্তিতে আজ সন্ধ্যায় গোলাবাড়ি থানার পুলিশ দুটি গাড়ি আটক করে। ওই গাড়িতে বাংলাদেশিরা এবং একজন দালাল ছিলেন। পুলিশ সূত্রে খবর, দালালের হাত ধরে কোন কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশিরা এ রাজ্যে ঢোকেন।

Howrah Accident : মারাত্মক গতিতে বাইক নিয়ে লাইটপোস্টে ধাক্কা, হাওড়ায় ভয়ংকর দুর্ঘটনায় মৃত্যু ৩ তরুণের
তারা কাজের খোঁজে ট্রেনে চেপে ব্যাঙ্গালোরে (Bangalore) যাচ্ছিলেন। কোনও বৈধ কাগজপত্র না থাকায় গোলাবাড়ি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ধৃত বাংলাদেশিদের মধ্যে ৬ জন পুরুষ এবং তিনজন মহিলা ছিলেন। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ। ধৃতরা কিভাবে এ রাজ্যে ঢুকল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের এই মুহূর্তে গোলাবাড়ি থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ওই বাংলাদেশি নাগরিকদের কাছে এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র ছিল না। সেই কারণেই দালাল সহ ওই বাংলাদেশিদের দলকে গ্রেফতার করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, ধৃত ওই দালালের হাত ধরে বৈধ কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকে পড়েছিল ওই বাংলাদেশি নাগরিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তারা কাজের খোঁজে ট্রেনে চেপে ব্যাঙ্গালোরে যাওয়ার পরিকল্পনায় ছিল। কিন্তু কোনও কাগজপত্র দেখাতে না পারায় গোলাবাড়ি থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

Howrah News : হাওড়াতে ধৃত ২ সন্দেহভাজন IS জঙ্গি, বড় সাফল্য STF-এর
সীমান্ত পেরিয়ে মাঝেমধ্যেই বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে। মাস চারেক আগেই মুর্শিদাবাদের সুতি থানার দেবীপুর মুক্তিধাম সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করে বিএসএফের ১১৫ ব্যাটেলিয়ান। ধৃতদের নাম কুতুবুদ্দিন শেখ মিরাজ শেখ ও জসিম সেখ। তাদের সকলের বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা। রাতেই ধৃতদের সুতি থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। কয়েকজনকে সীমান্তের পাশেই ইতঃস্তত ঘুরতে দেখেছিলেন রক্ষীরা। তাঁদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *