জলপাইগুড়ি শহরে টোটোর লাগাম টানতে সক্রিয় হল পুর কর্তৃপক্ষ।

হাইলাইটস
- জলপাইগুড়ি শহরে টোটোর লাগাম টানতে হল পুর কর্তৃপক্ষ।
- পুর এলাকা ও শহরতলির চারটি গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার টোটো চালককে বার কোড যুক্ত আই কার্ড প্রদান করার প্রক্রিয়া শুরু করল পুর কর্তৃপক্ষ।
- জলপাইগুড়ি পুরসভার বক্তব্য, বাইরের টোটো শহরে না চলার ব্যাপারেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জলপাইগুড়ি পুর এলাকায় পাশাপাশি পাহাড়পুর, অরবিন্দ, পাতকাটা ও খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এরকম টোটো চালকদের কার্ড দেওয়া হবে বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “টোটো কিনে ব্যবসা করা যাবে না। টোটোর মালিক কিংবা রক্তের সম্পর্ক রয়েছে এরকম চালককে দেওয়া হবে কার্ড। বাইরের টোটো শহরে চললে ট্র্যাফিক পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করবে।” এদিকে পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন,” পুরসভা আশ্বাস দিয়েছিল বার কোড যুক্ত আই কার্ড তুলে দেবে। আজকে কার্ড তুলে দেওয়া হল বার কোড যুক্ত নকল রুখতে। ধাপে ধাপে এই কার্ড বিলি করা হবে পুরসভা থেকে।”
উল্লেখ্য জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে বারো-তেরো হাজার টোটো চলছে। আর এই টোটোর দাপটে নাজেহাল শহরবাসী। নিত্যদিন যানজট ও দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ। একাধিক বার নিয়ম শৃঙ্খলার মধ্যে টোটো যাতায়াতের দাবি তুলেছেন চালক সহ শহরবাসী। ২০২১ সালে পুর কর্তৃপক্ষ শহরের টোটো চালকদের আই কার্ড তুলে দিয়েছিলেন। সেই কার্ড নকল করার অভিযোগ উঠে একাংশ টোটো চালকদের বিরুদ্ধে। এরপরেই সব আই কার্ড বাতিল ঘোষণা করে পুর কর্তৃপক্ষ।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
