Justice Abhijit Gangopadhyay : কফি হাউসে অতিথি বিচারপতি গঙ্গোপাধ্যায় – justice abhijit gangopadhyay was presented in kolkata coffee house


কফি হাউসে অতিথি হিসেবে পা রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

Justice Abhijit Gangopadhyay
কফি হাউসে অতিথি বিচারপতি গঙ্গোপাধ্যায়

হাইলাইটস

  • কফি হাউসে পা রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • সোমবার সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত কফি হাউসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল ‘কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন।’
  • অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসে পুরনো স্মৃতি রোমন্থন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এই সময়: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর তাঁর জীবনে নেই। প্রায় ছত্রিশ-সাঁইত্রিশ বছর পরে কলেজ স্ট্রিটের সেই কফি হাউসে পা রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত কফি হাউসে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল ‘কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন।’ সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসে পুরনো স্মৃতি রোমন্থন করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ বারের রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল প্রয়াত শিল্পী নির্মলা মিশ্রকে স্মরণ করে। সকাল এগারোটা নাগাদ কফি হাউসে পৌঁছন বিচারপতি। বেশ কিছুক্ষণ নীচতলাতেই একটি চেয়ারে চুপ করে বসেছিলেন তিনি। পরে যান দোতলার অনুষ্ঠান-কক্ষে। তাঁকে ঘিরে ছিল উৎসাহী জনতার ভিড়। শিক্ষায় নিয়োগ-দুর্নীতিতে একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তদন্ত করছে সিবিআই।

Justice Abhijit Gangopadhyay : অবৈধ চাকরি খুইয়ে মিলল বৈধ নিয়োগ
এ দিন অবশ্য তিনি সে সব প্রসঙ্গ তোলেননি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের জীবনের একটা দীর্ঘ সময় কেটেছে এই কফি হাউসে। আমরা যখন আড্ডা দিতে আসি এখানে, তখন এক বার প্রোমোটার হাত বাড়িয়েছিল কফি হাউসের দিকে। আন্দোলন করে রুখে দিয়েছিলাম আমরা। বাংলা সাহিত্য-সংস্কৃতির পীঠস্থান এই কফি হাউস। আমার মতো অনেকের জীবনের স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গাটার সঙ্গে। একে রক্ষা করতেও হবে আমাদের।’ নতুন বছরে তাঁর কাছে মানুষের প্রত্যাশা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ সব নিয়ে এখানে কিছু বলব না। রক্ষাকবচ আইনেও আছে। তা প্রয়োগ করেন আইনজ্ঞরাই।’

Primary Recruitment Case: ১৪০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, বেতন বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
কফি হাউসের এই রক্তদান শিবিরে পরে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অভিনেত্রী চৈতী ঘোষাল-সহ বিশিষ্টরা। শিবিরে অনেকের সঙ্গেই রক্তদান করেন দৃষ্টিহীন অনন্ত দাস। বছর সাতচল্লিশের অনন্ত রক্ত দিতে আসেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কালিকাপুর থেকে। রক্তদানের পরে তিনি বলেন, ‘এই শিবিরে আমি আগেও রক্ত দিয়েছি। লকডাউনের সময়ে আমার চাকরিটা চলে গিয়েছে। কসবার শিল্পতালুকে একটা চমড়ার কারখানায় কাজ করতাম। স্ত্রী আর নবম শ্রেণির পড়ুয়া সন্তানকে নিয়ে সংসার। দিন চলছে না। একটা কাজের দরকার।’ উদ্যোক্তাদের তরফে অচিন্ত্যকুমার লাহা এবং দিব্যেন্দু সরকার জানান, এ বার এই রক্তদান শিবির তেইশ বছরে পা দিল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *