Justice Rajasekhar Mantha : ‘এটাই নতুন তৃণমূল’, বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টার নিয়ে কটাক্ষ সেলিমের – cpim state secretary mohammad salim attacks tmc justice rajasekhar mantha house poster issue


বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির কাছে পোস্টার পড়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।

 

Mahammad Selim
বিচারপতি মান্থার বাড়ির কাছে পোস্টার নিয়ে কটাক্ষ সেলিমের

হাইলাইটস

  • বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির কাছে পোস্টার পড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুললেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
  • ঘটনার জন্য ‘নতুন তৃণমূল’ বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ তাঁর।
  • বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু বিভিন্ন মহলে।
Jalpaiguri : বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বাড়ির কাছে পোস্টার পড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) দিকেই অভিযোগের আঙুল তুললেন সিপিআইএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। এই ঘটনার জন্য ‘নতুন তৃণমূল’ বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ তাঁর। তিনি বলেন, “পোস্টারে লেখা কী আছে, কেন শুভেন্দু রক্ষাকবচ পেয়েছে। কেন অভিষেকের (Abhishek Banerjee) শ্যালিকা পায়নি। তাহলে বোঝা যাচ্ছে কে করেছে। আপনারা লিখেছিলেন নতুন তৃণমূল আসছে এটা হচ্ছে নতুন তৃণমূল ঘোষণা। আমাদের রাজ্যের স্কুল, মন্দির কমিটি, মাদ্রাসা কমিটি সব দখল করেছে তৃণমূল কংগ্রেস। খাদান, জমি জায়গা এখন বিচার ব্যবস্থাকে গ্রাস করতে চাইছে।” প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই বিচারপতি রাজশেখর মান্থার যোধপুর পার্কের বাড়ির আশপাশে বেশ কিছু পোস্টার লক্ষ্য করা যায়। সেই পোস্টার দেখে অনেকেই অবাক হয়ে যান। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার ছবি ও তার উপর লজ্জা লিখে অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবি-সহ বেশ কিছু বক্তব্য লেখা ছিল সেই পোস্টারে।

Calcutta High Court : ‘বিচারপতি একনায়ক!’ জাস্টিস মান্থার এজলাস বয়কট করে তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভ, উত্তাল হাইকোর্ট
বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হয় বিভিন্ন মহলে। সোমবার জলপাইগুড়ি ডিবিসি রোডের CPI(M) জেলা পার্টি অফিসে জেলা কমিটির সঙ্গে বৈঠক করেন মহম্মদ সেলিম। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্দে ভারতে ঢিল ছোড়া প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, “বন্দে ভারতকে মিডিয়া শুধু ব্র‍্যান্ডিং করে যাচ্ছে। বেকারি, চুরি দুর্নীতি জচ্চুরি এসব থেকে তৃণমূল বিজেপি নিজেদের পাশ কাটাতে চায় তখন ঢিল পাটকেল আসন্ন।” তৃণমূল, বিজেপিকে একযোগে আক্রমণ করে সেলিমের বক্তব্য, “নেতারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ছুটছেন নিজের রক্ষা পাওয়ার জন্য, স্বস্তি পাওয়ার জন্য। মানুষ বিধায়ক, সাংসদ তৈরি করে, মানুষ যাতে স্বস্তি পায়। কিন্তু এখন নেতারা নিজেরা দলবদল করে পার পাচ্ছেন না। তারা স্বস্তি পাওয়ার জন্য কোটি, কোটি টাকা খরচ করে আইনজীবী ঠিক করছেন। কয়লা পাচারের টাকা, গোরু পাচারের টাকা সব বিদেশে গিয়েছে।”

Bagtui Murder Case : লালন শেখের মৃত্যু তদন্তে নয়া মোড়, মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি মান্থা
বিজেপির বিরুদ্ধে সেলিমের বক্তব্য, নোটবন্দিতে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি লাভ নিয়েছে। বিজেপির আছে কী ? রিসাইকেল তৃণমূল। নাথিং এলস। শুভেন্দু থেকে শুরু করে সব হচ্ছে বস্তা পচা তৃণমূল। যা রিসাইকেল হয়েছে। যেমন পুরনো পাস্টিকের বোতল রেলের ধার থেকে কুড়িয়ে নিয়ে যায় সেই রকম হয়েছে। লড়াইটা বামপন্থীদের সঙ্গে হবে। বিজেপি তৃণমূল আলাদা ঝান্ডা নিতে পারে, কে কখন, কার ঝান্ডার নিচে যাচ্ছে কেউ বলতে পারে না।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *