বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির কাছে পোস্টার পড়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।

হাইলাইটস
- বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির কাছে পোস্টার পড়া নিয়ে তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুললেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
- ঘটনার জন্য ‘নতুন তৃণমূল’ বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ তাঁর।
- বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু বিভিন্ন মহলে।
বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হয় বিভিন্ন মহলে। সোমবার জলপাইগুড়ি ডিবিসি রোডের CPI(M) জেলা পার্টি অফিসে জেলা কমিটির সঙ্গে বৈঠক করেন মহম্মদ সেলিম। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্দে ভারতে ঢিল ছোড়া প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, “বন্দে ভারতকে মিডিয়া শুধু ব্র্যান্ডিং করে যাচ্ছে। বেকারি, চুরি দুর্নীতি জচ্চুরি এসব থেকে তৃণমূল বিজেপি নিজেদের পাশ কাটাতে চায় তখন ঢিল পাটকেল আসন্ন।” তৃণমূল, বিজেপিকে একযোগে আক্রমণ করে সেলিমের বক্তব্য, “নেতারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ছুটছেন নিজের রক্ষা পাওয়ার জন্য, স্বস্তি পাওয়ার জন্য। মানুষ বিধায়ক, সাংসদ তৈরি করে, মানুষ যাতে স্বস্তি পায়। কিন্তু এখন নেতারা নিজেরা দলবদল করে পার পাচ্ছেন না। তারা স্বস্তি পাওয়ার জন্য কোটি, কোটি টাকা খরচ করে আইনজীবী ঠিক করছেন। কয়লা পাচারের টাকা, গোরু পাচারের টাকা সব বিদেশে গিয়েছে।”
বিজেপির বিরুদ্ধে সেলিমের বক্তব্য, নোটবন্দিতে শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি লাভ নিয়েছে। বিজেপির আছে কী ? রিসাইকেল তৃণমূল। নাথিং এলস। শুভেন্দু থেকে শুরু করে সব হচ্ছে বস্তা পচা তৃণমূল। যা রিসাইকেল হয়েছে। যেমন পুরনো পাস্টিকের বোতল রেলের ধার থেকে কুড়িয়ে নিয়ে যায় সেই রকম হয়েছে। লড়াইটা বামপন্থীদের সঙ্গে হবে। বিজেপি তৃণমূল আলাদা ঝান্ডা নিতে পারে, কে কখন, কার ঝান্ডার নিচে যাচ্ছে কেউ বলতে পারে না।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ