Khardah Ferry Ghat : সাত মাস বেতন না মেলায় খড়দহ ফেরিঘাট কর্মীদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা – khardah ferry workers called strike for not getting salary


West Bengal News : বিগত সাত মাস ধরে বেতন বন্ধ। বেঁকে বসল খড়দহ ফেরিঘাট (Khardah Ferry Ghat) কর্মীরা। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মীদের। বন্ধ ফেরি পরিষেবা। চরম দুর্ভোগে যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ঘাট চত্বরে। ঘটনাস্থলে যায় খড়দহ থানার (Khardah Police Station) পুলিশ। বকেয়া বেতন না মেটানো হলে কর্মবিরতি চলবে বলে জানান ফেরিঘাট কর্মীরা।

Gangasagar Mela 2023 : সরকারি নির্দেশ অমান্য করে রাতেও চলল ফেরি, গঙ্গাসাগর মেলার শুরুতেই উদ্বিগ্ন প্রশাসন
ফেরিঘাট কর্মীদের অভিযোগ, সাত মাস ধরে বেতন পাচ্ছেন না খড়দহ ফেরিঘাটের কর্মীরা। ফেরিঘাটটি খড়দহ পুরসভার অন্তর্গত হলেও ফেরিঘাটের সমস্ত কাজকর্ম পরিচালনা করে রিষড়া পুরসভা (Rishra Municipality)। কর্মীদের অভিযোগ, রিষরা পুরসভাকে ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে জানানো সত্ত্বেও তাঁরা দীর্ঘদিন বেতন পাচ্ছেন না। তাই আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাট বন্ধ করে দিলেন ফেরিঘাটের কর্মীরা। এদিন সকাল থেকেই হাঁড়ি, কড়াই হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ফেরিঘাটের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ফেরিঘাট চত্বরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে খড়দহ থানার পুলিশ। যে সমস্ত নিত্যযাত্রীরা প্রতিদিন ফেরিঘাটে যাতায়াত করেন তাঁরা যথেষ্ট দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। ফেরিঘাট বন্ধ থাকায় তাঁদেরকে ফিরে যেতে হয়।

Uttar 24 Pargana: এবার খড়দার ফ্ল্যাটে খোঁজ মিলল কাঁড়ি কাঁড়ি টাকার, কোথা থেকে এল যকের ধন?
পরিষেবা বন্ধ হতেই এদিন সকাল থেকেই দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। অনেককেই অফিস যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হয়। খড়দহ ফেরিঘাট থেকে কর্মস্থলে যাওয়ার জন্য অনেক নিত্যযাত্রীরা জলপথ ব্যবহার করেন। ফেরি সার্ভিস বন্ধ (Khardah Ferry Service ) হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েন তাঁরা। নিত্যযাত্রী বন্দনা দাস বলেন, “আমার তো খুব সমস্যার মধ্যে পড়তে হল। এঁদের বোধহয় কিছু দাবি-দাওয়া আছে, সেটা মেটাচ্ছে না খড়দহ পুরসভা। রিষড়া পুরসভার সঙ্গে কিছু একটা সমস্যা রয়েছে। তবে ফেরি সার্ভিস বন্ধ থাকলে আমাদের অসুবিধায় পড়তে হবে।

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা শুরুর দিনেই ভেসেল কর্মীদের কর্মবিরতি, আটকে পড়ে পরীক্ষার্থীরা
ফেরি কর্মী সুশান্ত চট্টোপাধ্যায় বলেন, “আমরা সাত মাস ধরে বেতন পাচ্ছি না। অথচ তার কোনও কারণ নেই। আমরা বিষয়টা পরিবহণ মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যানকেও জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। সে কারণে আমরা ফেরি সার্ভিস বন্ধ রেখেছি। যতদিন না সমস্যা মিটবে ততদিন ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ফেরিঘাটে টিকিট কাটার ব্যবস্থা নেই, মাঝেমধ্যেই অনেক কর্মীকে বিনা নোটিশে তাড়িয়ে দেওয়া হয়, এরকম একগুচ্ছ অভিযোগ করেছে ফেরিঘাট কর্মীরা। বিষয়টি নিয়ে খড়দহ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সিনহা বলেন, “আমরা ফেরিঘাট কর্মীদের সঙ্গে আছি। এটা অমানবিক দীর্ঘদিন ধরে বেতন বন্ধ রাখা। প্রশাসন দুপক্ষকে নিয়ে আলোচনায় বসলেই সমস্যা মিটবে বলে আমরা আশা রাখছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *