West Bengal News: কলাগাছ লাগানোকে কেন্দ্র করে এবার দুর্নীতির অভিযোগ। MNREGA প্রকল্পে কলাগাছ লাগানোর নাম করে দুর্নীতির অভিযোগ তিরে বিদ্ধ হয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। মালদা জেলা থেকে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের গনিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এলাকার প্রায় ১০০ জন মহিলার অভিযোগ, তাদের জমিতে কলাগাছ লাগানোর বোর্ড লাগানো থাকলেও বাস্তবে তা হয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্য সেই টাকা আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ। এমনকী পঞ্চায়েতের প্রধানের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। গোপাল মন্ডল নামে স্থানীয় পঞ্চায়েত সদস্যদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালি অঞ্চলের গনিপুর পঞ্চায়েতের ওই সদস্য। ওই সদস্যের দাবি, তাঁর বিরুদ্ধে উঠা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আর এই বিষয়ে কটাক্ষ করেছেন দক্ষিণ মালদা বিজেপি নেতৃত্ব। PM Awas Yojana : ‘রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে’, মালদায় আবাস যোজনা নিয়ে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে, MNREGA প্রকল্পে কলাগাছ লাগানোর গ্রামের ১০০ জন মহিলার জায়গা চিহ্নিত করা হয়েছিল। স্থানীয় মহিলাদের অভিযোগ, গনিপুর এলাকার তৃণমূলের মেম্বার অভিযুক্ত গোপাল মন্ডল এলাকায় বসবাসকারী প্রায় ১০০ জন মহিলার জমির দলিল, ব্যাঙ্কের কাগজ জমা নিয়েছিল ২০২০-২১ আর্থিক বছরে কলাগাছ গুলি লাগানো থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, কলাগাছ লাগানো হয়নি এবং সেই টাকা ফেরতও দেওয়া হয়নি।
Malda Road Accident : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য দফতরের গাড়ির ধাক্কা বাইকে! মঙ্গলবার এই ঘটনা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় গ্রামবাসীরা। অবিলম্বে তাদের মঞ্জুর অর্থ ফেরত দেওয়ার দাবি করেছেন গ্রামের বাসিন্দারা। এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে দক্ষিণ মালদা সাংগঠনিক বিজেপির সম্পাদক বিশ্বজিৎ রায়। তিনি বলেন, ‘আবাস যোজনা, MNREGA সব প্রকল্পের টাকা তছনছ করে মালাদা ইতিহাস তৈরি করেছে। পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, সকলেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আমার এর তীব্র ধিক্কার জানাচ্ছি।’
Pradhan Mantri Awas Yojana : রেলের জমিতে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ! মালদায় শোরগোল বিজেপিকে পালটা জবাব দিয়েছে তৃণমূল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, “কারও নামে অভিযোগ করা যেতেই পারে। তবে অভিযোগ করার পর সেটাকে তদন্ত করার দায়িত্ব জেলা প্রশাসনের। সেই কারণে প্রশাসনের উপরেই ভরসা রাখতে হবে। তবে আইন আইনের কাজ করবে, দলের মধ্যে যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাঁকে ক্ষমা করা হবে না।”