২ বছর পেরিয়ে আজও দর্শকের মনে পাকা আসন পেতে বসে রয়েছে মিঠাই ধারাবাহিকটি (Mithai Serial)। মিঠাইয়ের মারা যাওয়ার খবরে সিরিয়াল প্রেমী বাঙালি যখন শঙ্কিত, তখন ফুরফুরে হাওয়া নিয়ে মোদক পরিবারে এন্ট্রি নিয়েছিল মিঠি। আবার ফিরে এসেছিল বাড়ির বড় ছেলে সোমও। কিন্তু সমস্যা বাঁধল তার লাভ লাইফ নিয়ে! মোদক পরিবার একসঙ্গে মিলে কীভাবে দিন কাটায়? আমরা পৌঁছে গিয়েছিলাম মিঠাইয়ের অন্দরমহলে… রইল এক্সক্লুসিভ ফুটেজ। শুধুমাত্র আপনাদের জন্যে।