Pathra Medinipur Homestay: মন্দিরময় পাথরায় হোম স্টে-তে রাত কাটানোর সুযোগ, জানুন খুঁটিনাটি – west bengal tourism pathra medinipur homestay service starts know the details


Pathra Temple : মেদিনীপুর শহর থেকে মেরেকেটে দশ কিলোমিটার দূরে পাথরা। গ্রামটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু কাহিনি। একটা সময় অবহেলিত হয়েই পড়ে ছিল পাথরা (Pathra)। কিন্তু, এখন পাথরার নাম জানেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর দিন দিন ভ্রমণপিপাসুদের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়েছে এই জায়গা। মন্দিরময় পাথরার মানচিত্রে নয়া সংযোজন ‘হোম স্টে’ (Homestay)। খুব সহজে বললে, ইতিহাসের বুকে এখন আপনি রাত কাটাতে পারবেন। আগে কলকাতা থেকে সেখানে গিয়ে দিনের দিনই আবার ফিরে আসতে হত। অথবা ভরসা ছিল মেদিনীপুর (East Medinipur) বা খড়গপুর (Kharagpur) শহরের কোনও হোটেল। কিন্তু, এখন আপনি থেকে যাওয়ার সুযোগ পাবেন পাথরাতেই।
পাথরার ইতিহাস
পাথরার গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৩৪ টি টেরাকোটার মন্দির, দুর্গাদালান, রাসমঞ্চ, জমিদারের কাছারি বাড়ির সহ একাধিক ঐতিহাসিক নিদর্শন আছে। পাথরায় ১৭০০-১৮০০ শতাব্দীতে মন্দির তৈরি শুরু হয়। পাথরায় গেলেই দেখা যায়, কয়েকটি মন্দিরের গায়ে ১৭২১, ১৭৪৯ শকাব্দ খোদাই করা রয়েছে। মূল রাস্তা থেকে কিছুটা ভিতরে তিনটি মন্দিরের পাশে রয়েছে কাছারি বাড়ি ও রাসমঞ্চ। পাথরা মানেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের পীঠস্থান। পরবর্তীকালে কংসাবতীর তীরে অবস্থিত ৩৪টি মন্দির ও মন্দির সংলগ্ন ২৫ বিঘা জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ । পরে ১৯টি মন্দির সংস্কার হয়।

West Bengal Tourism : নতুন করে সাজানো হচ্ছে গনগনিকে
পাথরা এবং ইয়াসিন পাঠান
হিন্দু মন্দির রক্ষার্থে যিনি একা লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি হলেন পাথরা সংলগ্ন হাতিহলকা গ্রামের বাসিন্দা ইয়াসিন পাঠান (Yasin Pathan)। মন্দির বাঁচাতে গিয়ে তাঁকে বিরাগভাজন হতে হয়েছে। পেয়েছেন একাধিক হুমকি। তারপরেও থেমে থাকেননি তিনি, থেমে থাকেনি তাঁর কাজ। তাঁর দীর্ঘ লড়াইয়ের ফলে অবশেষে এএসআই মন্দির সংস্কারের কাজে নেমেছিল। সরকারের তরফে কখন সহযোগিতা কখনও বা অসহযোগিতা এসেছে। তারপরেও পর্যটন মানচিত্রে উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে দীর্ঘ অবহেলিত পাথরা।
পাথরা এবং রাজ্য সরকার
মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর জেলা প্রশাসনের তরফ থেকেও পাথরায় বেশ কিছু কাজ হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, পাথরা পৌঁছনোর পাকা রাস্তা হওয়া। এছাড়াও পাথরা সৌন্দর্যায়নের কাজ হয়েছে। পার্ক, ওয়াচ টাওয়ার সহ একাধিক কাজ হয়েছে। এখনও পাথরা নিয়ে জেলা প্রশাসনের নানান পরিকল্পনা রয়েছে। ফলে পাথরা এখন আগের থেকে অনেক সুন্দর এবং গোছানো তা বলাবাহুল্য।

Jhargram Tourism: কলকাতা থেকে ২০০ কিমির মধ্যেই ট্রেক রুট, পর্যটকদের উৎসাহে বাড়ছে হোম স্টে
পাথরায় হোম স্টে
পর্যটকদের সুবিধার্থে পাথরায় চালু হয়েছে হোম স্টে। এই খবর সামনে আসতেই বেজায় খুশি পর্যটকরা। পর্যটকদের সুবিধার্থে সমস্ত প্রকারের সুবিধাযুক্ত একটি হোম স্টে হয়েছে। সিসিটিভি থেকে ওয়াই ফাই সবই রয়েছে সেই হোম স্টেতে। প্রায় ৭০ থেকে ৮০ জন পর্যটক ইতিমধ্যেই হোম স্টে তে থেকেছেন। হোম স্টেতে থাকতে গেলে যোগাযোগ করতে হবে 7001382207 এই নম্বরে।
কী বলছেন ইয়াসিন পাঠান
ইয়াসিন পাঠান তাঁর মন্দির সংস্কারের কাজ নিয়ে কিছু আক্ষেপ তুলে ধরেছেন এই সময় ডিজিটালের কাছে। তাঁর কথায়, বর্তমানে মন্দির সংস্কারের কাজ প্রায় থমকে রয়েছে। ২০০৩ সালে এএসআই মন্দির অধিগ্রহণ করার পরেও সেই সমস্ত জমির চাষিরা আজও তাঁদের জমির মূল্য পাওয়া থেকে বঞ্চিত। বর্তমানে চাষিরা তাঁদের সিদ্ধান্তে অনড়, ভবিষ্যতে জমির মূল্য না পেলে আর জমি ছাড়তে রাজি নয় তাঁরা। এই বিষয়গুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *