‘হাউজিং ফর অল’ প্রকল্পে আরামবাগ পুরসভার পুরপ্রধানের স্ত্রী, আত্মীয়ের নাম, শোরগোল পুরসভায়।

হাইলাইটস
- পুরপ্রধানের স্ত্রী এবং তাঁর আত্মীয়ের নাম পুর এলাকার ‘হাউজিং ফর অল’ প্রকল্পে।
- শোরগোল আরামবাগ পুরসভায়
- বিষয়টি নিয়ে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি দেওয়া হচ্ছে গ্রামাঞ্চল গুলোতে। তেমনি পুরসভায় দেওয়া হচ্ছে ‘হাউস ফর অল’ প্রকল্পের আওতায় বাড়ি। সেই প্রকল্পের আওতায় রয়েছে দরিদ্র ও পাকা বাড়ি নেই এমন ব্যক্তিদের নামও। যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সমীর ভাণ্ডারী বর্তমানে আরামবাগ পুরসভার চেয়ারম্যান পদে আসীন থাকলেও এর আগের বারেও তিনি কাউন্সিলর ছিলেন। সেই সময় নির্বাচনী হলফনামায় তিনি নিজেই জানিয়েছিলেন, তার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৯ লাখ টাকা। তার পরেও আবাস যোজনায় নাম রয়েছে স্ত্রী উত্তরা ভাণ্ডারী, ও দুই ভাই বিশ্বজিৎ, প্রবীর ভাণ্ডারীর নাম। আর এই তালিকা সামনে আসতেই বিতর্ক শুরু হয় আরামবাগ জুড়ে। যাঁরা উপযুক্ত প্রাপক তাঁদের নাম বাদ পড়েছে অথচ কেন চেয়ারম্যান পরিবারের নাম? সেই প্রশ্নই যখন আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারীকে করা হলে তিনি বলেন, “নাম থাকতে পারে, কিন্তু বাড়ি তো কেউ নেননি। ছবি তোলার জন্য অনেকে অনেক কিছু বলবে। অনেকে মাল পায়নি, তাই লাফাচ্ছে।”
তবে ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি BJP। বিজেপির রাজ্য সম্পাদক তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, পুরসভায় কতটা স্বচ্ছতা আছে তা এখান থেকেই প্রমাণ হচ্ছে। পাশাপাশি এলাকার দুঃস্থ ও দরিদ্র বাসিন্দারাও ঘটনায় হতবাক। তাঁদের অভিযোগ, মাটির বাড়ি বন্যায় ক্ষতি হয়েছে। তবুও তাঁদের বাড়ি দেয়নি পুরসভা। পাকা বাড়ি আছে, দরকার হলে তাঁদের বাড়ি ভেঙে আবার বাড়ি করে দেওয়া হচ্ছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ