Purba Bardhaman : সরকারি ওষুধ নার্সিং হোমে পাচার? বর্ধমানের বহুতলে পুলিশ ও ড্রাগ কন্ট্রোল ব্যুরোর অভিযান – drug control bureau and police raided and seized medicine from purba bardhaman flat


West Bengal Local News: বহুতল আবাসনে হানা দিয়ে ওষুধ কালোবাজারির পর্দাফাঁস করল ড্রাগ কন্ট্রোল ব্যুরো ও পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman District Police) পুলিশ। পুলিশ ও ড্রাগ কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানে সরকারি ওষুধ কালোবাজারির পর্দাফাঁস হয়েছে। সেখান থেকে সরকারি বণ্টনের জন্য বরাদ্দা প্রচুর পরিমাণ ওষুক, ইঞ্জেকশন ও সার্জিক্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সৌরেন্দ্র নারায়ান রায়।বাড়ি বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলা পঞ্জাবি পাড়ায়। পুলিশ ও ড্রাগ কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বর্ধমান শহরের (Bardhaman City) বাহির সর্বমঙ্গলা পঞ্জাবি পাড়ার একটি বহুতল আবাসনে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেডিসিন ও সার্জিক্যাল সরঞ্জাম (Surgical Instrument) উদ্ধার করা হয়েছে ।যার মধ্যে বেশ কিছু সরকারি সরবরাহের জন্য ব্যবহৃত হওয়ার কথা ছিল।

Pradhan mantri Awas Yojana : আবাসে অনিয়মের অভিযোগ, BDO-র গাড়ি আটকে বিক্ষোভ শক্তিগড়ে
এই ঘটনায় চোখ কপালে ওঠে পুলিশ ও ড্রাগ কন্ট্রোল ব্যুরো আধিকারিকদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ দেওয়ার কথা, তা এই আবাসন কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে প্রাথমকি জেরার পর পুলিশ জানতে পেরেছে, কলকাতা থেকে ওষুধ ঘুরপথে নিয়ে আসা হত বর্ধমানে। এখানে নিয়ে এসে স্থানীয় বেশ কিছু নার্সিং হোমে সেই ওষুধ সরবারহ করা হত। উদ্ধার হওয়া শল্য চিকিৎসার সামগ্রী সরকারি কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Bus Accident: ছুটির দিনে ভাত-ঘুম ছেড়ে বাড়তি আয়ের খোঁজ, শিয়রে দাঁড়ানো মৃত্যু পালটে দিল হিসেব
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে বিভিন্ন নামী ও বহুজাতিক মেডিসিন প্রস্তুতকারী সংস্থার স্যাম্পেল ফাইলও রয়েছে। এই ওষুধগুলি সাধারণত চিকিৎসকদের দেওয়ার কাজে ব্যবহার করা হয়। সেই ওষুধগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশও ড্রাগ কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ধৃতের কাছে ট্রেড লাইসেন্স থাকলেও ড্রাগ লাইসেন্স ছিল না। লাইসেন্স ছাড়াই ওষুধ মজুত করা হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত অথবা কোনও ওষুধ পাচারকারী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কিনা তার খোঁজ শুরু করেছে তদন্তকারী অফিসারেরা।

Haunted House : ভুতুড়ে কাণ্ড নাকি ‘ব্রহ্মশাপ’? দাউদাউ করে জ্বলে উঠছে বিছানা, অদ্ভুতুড়ে ঘটনার সাক্ষী রায়না!
এই ঘটনায় স্বাভাবিকভাবে হকচকিত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা প্রবীর দাস বলেন, “হঠাৎ করে দেখলাম গাড়ি নিয়ে পুলিশ আধিকারিকরা এখানে এসে এই বাড়িতে ঢুকলেন। তারপর বাড়ির বাসিন্দাকে গ্রেফতার করে নিয়ে গেলেন। পরে জানতে পারলাম উনি বেআইনিভাবে বাড়িতে ওষুধ মজুত করে রেখেছিলেন। এর বেশি আমি আর কিছু বলতে পারব না।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *