Purulia News : ডাইনি অপবাদে বাড়িছাড়া, ফেরার আর্জিতে প্রশাসনের দারস্থ পরিবার – purulia a family accused of being witch


মধ্যযুগীয় বর্বরতার শিকার পুরুলিয়ার একটি পরিবার। ডাইনি অপবাদে ঘর ছাড়তে হয়েছে তাদের।

 

হাইলাইটস

  • ডাইনি অপবাদে বাড়ি ছাড়া হয়ে আত্মীয়ের বাড়িতে দিন গুজরান করতে হচ্ছে একটি পরিবারকে।
  • গ্রামের গঙ্গানারায়ণ বাস্কের পরিবার ডাইনি অপবাদে আজ তিন মাস ধরে বাড়ি ছাড়া।
  • বাড়ি ফিরতে চেয়ে পুলিশি প্রশাসনের হস্তক্ষেপের দাবি।
West Bengal News : একবিংশ শতাব্দীতে ঢুকে মানুষ পৌঁছে গিয়েছে 5G-র যুগে। কিন্তু কুসংস্কারের অন্ধগলি থেকে এখনও বেরোতে পারেননি গ্রামাঞ্চলের কিছু মানুষ। এমনই একটি ঘৃণ্য কুসংস্কার হল ডাইনি (Witch) অপবাদ। যার জেরে ভিটে মাটি ছাড়া হয়ে আত্মীয়ের বাড়িতে দিন গুজরান করতে হচ্ছে একটি আস্ত পরিবারকে। ঘটনাটি পুরুলিয়ার (Purulia) বান্দোয়ান (Banduan) থানার মাকপালি গ্রামের। এই গ্রামের গঙ্গানারায়ণ বাস্কের পরিবার ডাইনি অপবাদে আজ তিন মাস ধরে বাড়ি ছাড়া। নিজের বাড়ি ফেরা নিয়েই মনের মধ্যে রয়েছে ভয়। বাড়ি ফিরতে চেয়ে পুলিশি প্রশাসনের হস্তক্ষেপে দাবি করে আজ পুরুলিয়ার (Purulia) জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন তারা। ভীত পরিবারটি এখনও বাড়ি ফিরতে পারছেন না।

Purulia DJ : DJ-র উৎপাত রুখতে সাইকেল নিয়ে গ্রামে গ্রামে প্রচার পুরুলিয়ার মধুসূদনের
ঘটনার সূত্রপাত মাস তিনেক আগে। এই বিষয়ে অত্যাচারিত পরিবারটি জানিয়েছে, গ্রামের এক ব্যক্তি অসুখে মারা যান। কিন্তু গ্রামবাসীদের একাংশ ঝাড়খণ্ডের (Jharkhand) এক ওঝার কাছে গিয়ে জানতে পারেন যে গঙ্গানারায়ণ বাস্কে নাকি ডাইন (Witch)। তাই গ্রামের একাংশ তাঁর ওপরে ৯৬ হাজার টাকা জরিমানা ধার্য করে। জমি বন্ধক রেখে ৫০ হাজার টাকা দিয়েও বাকি টাকা দিতে না পারায় অত্যাচারিত হয় পরিবারটি। তারপর তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চারজনকে গ্রেফতার করলেও বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন। এই বিষয়ে গঙ্গানারায়ণ বাবু বলেন, “আমি বাড়ি ফিরতে চাই। বাড়িতে না থাকায় বাড়ির গবাদি পশু, চাষের সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে। তাই প্রশাসনের কাছে নিরাপত্তা চাইতে এসেছি যাতে নির্ভয়ে বাড়ি ফিরতে পারি”।

Purulia News : একই ঘটনার পুনরাবৃত্তি! পুরুলিয়া থেকে ফের নিখোঁজ নাবালিকা
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পুরুলিয়া জেলার যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত বলেন, “বর্তমানেও যে এভাবে কাউকে ডাইনি অপবাদে বাড়ি ছাড়া করা হয় তা ভাবা যায় না। পরিবারটিকে নিয়ে আমরা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলাম। এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না। এবং এর সঙ্গে জড়িত সমাজ সংগঠনের যারা আছেন, তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।” যদিও এই বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেছেন, “কারোর বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট অভিযোগ যদি কেউ করে থাকেন তাহলে পুলিশ নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।” তবু পুলিশ প্রশাসনের দিকেই তাকিয়ে আশায় বসে আছে তিন মাস ধরে ভিটেমাটি ছাড়া বাস্কে পরিবারটি। কবে নিজের বাড়িতে ফিরবেন, সেই অপেক্ষাতেই আছেন গঙ্গানারায়ন।

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *