এয়ারপোর্ট হোক অথবা রেস্তোরাঁ সর্বত্র ফ্যান থেকে শুরু করে ফটোগ্রাফার সবার আবদার কীভাবে মেটাতে হয় হাসিমুখে তা বিলক্ষণ জানেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। মুম্বইয়ের (Mumbai) এই হ্যাপেনিং রেস্তোরাঁর বাইরে বেরিয়েই দেখলেন তাঁর সঙ্গে জাস্ট একটা ছবি বা সেলফি তোলার জন্য অপেক্ষায় অনেকে। মিষ্টি রশ্মিকা কারও মনে দুঃখ না দিয়ে সেলফি তুললেন ভক্তদের সাথে। দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।