মঙ্গলবার দীনবন্ধু মঞ্চে এই চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব । বৃহস্পতিবার থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সন্দীপ রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। এই চলচ্চিত্র উৎসবে শহরবাসীকে বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। সেই টিকিটে দেখা যাবে সত্যজিৎ রায়ের (Satyajit Ray Movies) সিনেমা । সোনার কেল্লা, জলসাঘর, জয়বাবা ফেলুনাথ, পথের পাঁচালি, প্রতিদ্বন্দ্বী, অপরাজিত, অপুর সংসার, মহানগর, নায়ক, হীরক রাজার দেশে, পরশ পাথর, চারুলতা, গুপী গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি সিনেমা দেখানো হবে। দীনবন্ধু মঞ্চ ও বরো অফিসগুলিতে চলচ্চিত্র উৎসবের টিকিট পাওয়া যাবে। বিনামূল্যেই সিনেমা দেখতে সেই টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসবের জন্য দীনবন্ধু মঞ্চের সামনে সাজানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।
মেয়র জানান, শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বছরে এরকম তিন-চারটি চলচ্চিত্র উৎসবের আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিছুদিন আগে দীনবন্ধু মঞ্চের প্রজেক্টর খারাপ হয়ে যাওয়ায় বিপদ হয়। তড়িঘড়ি শেষ মুহূর্তে এই চলচ্চিত্র উৎসবের জন্য কলকাতা থেকে প্রজেক্টর নিয়ে আসা হচ্ছে।
পাশাপাশি চলচ্চিত্র উৎসবে শর্মিলা ঠাকুরের আসার কথা থাকলেও তিনি আসছেন না বলে জানা গিয়েছে। ১৫ জানুয়ারি রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে চলচ্চিত্র বিষয়ক এক আলোচনা চক্রের আয়োজন করা হচ্ছে হচ্ছে। যেখানে লেখক ও চলচ্চিত্র বক্তা অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।