Satyajit Ray Movies: বড় পর্দায় ফের ‘পথের পাঁচালি’ থেকে ‘মহানগর’, বিনা টিকিটেই দেখে আসুন সত্যজিতের মাস্টারপিস – siliguri administration arranging a film festival to give tribute to maestro satyajit ray


Siliguri News: আবারও বড় পর্দায় সোনার কেল্লা, জলসাঘর থেকে পরশ পাথর। জন্মশতবর্ষে সত্যজিৎ রায় (Satyajit Ray Birth Anniversary) স্মরণে শিলিগুড়ি আয়োজিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই ফের পর্দায় দেখা যাবে সত্যজিত রায়ের তৈরি মাস্টার পিসগুলো। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ উপদেষ্ট মণ্ডলী, তথ্য সংস্কৃতি দফতরের তরফে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। এই চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে লাগবে না কোনও টিকিট। সকলের জন্য প্রবেশ অবাধ।


West Bengal Tourism: উত্তরবঙ্গ নয়, কলকাতার কাছেই জঙ্গল সাফারির সুযোগ

মঙ্গলবার দীনবন্ধু মঞ্চে এই চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব । বৃহস্পতিবার থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সন্দীপ রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। এই চলচ্চিত্র উৎসবে শহরবাসীকে বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে। সেই টিকিটে দেখা যাবে সত্যজিৎ রায়ের (Satyajit Ray Movies) সিনেমা । সোনার কেল্লা, জলসাঘর, জয়বাবা ফেলুনাথ, পথের পাঁচালি, প্রতিদ্বন্দ্বী, অপরাজিত, অপুর সংসার, মহানগর, নায়ক, হীরক রাজার দেশে, পরশ পাথর, চারুলতা, গুপী গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি সিনেমা দেখানো হবে। দীনবন্ধু মঞ্চ ও বরো অফিসগুলিতে চলচ্চিত্র উৎসবের টিকিট পাওয়া যাবে। বিনামূল্যেই সিনেমা দেখতে সেই টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। ইতিমধ্যেই চলচ্চিত্র উৎসবের জন্য দীনবন্ধু মঞ্চের সামনে সাজানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।

Dooars Utsav 2023 : দু’দিনেই জমজমাট ‘ডুয়ার্স উৎসব’, ভিড় জমাচ্ছেন পার্শ্ববর্তী জেলার বাসিন্দারাও

মেয়র জানান, শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বছরে এরকম তিন-চারটি চলচ্চিত্র উৎসবের আয়োজনের পরিকল্পনা রয়েছে। কিছুদিন আগে দীনবন্ধু মঞ্চের প্রজেক্টর খারাপ হয়ে যাওয়ায় বিপদ হয়। তড়িঘড়ি শেষ মুহূর্তে এই চলচ্চিত্র উৎসবের জন্য কলকাতা থেকে প্রজেক্টর নিয়ে আসা হচ্ছে।
পাশাপাশি চলচ্চিত্র উৎসবে শর্মিলা ঠাকুরের আসার কথা থাকলেও তিনি আসছেন না বলে জানা গিয়েছে। ১৫ জানুয়ারি রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে চলচ্চিত্র বিষয়ক এক আলোচনা চক্রের আয়োজন করা হচ্ছে হচ্ছে। যেখানে লেখক ও চলচ্চিত্র বক্তা অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *