Uttar 24 Pargana News : ফ্ল্যাটে পড়ে ভাই-বোনের দেহ, বেলঘরিয়ায় পুকরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দাদা – three mysterious dead body found in kamarhati belgharia police station area


ভাই ও দিদিকে খুন করে আত্মঘাতী হলেন দাদা! এই ঘটনায় উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটিতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে বেলঘড়িয়া প্রিয়নাথ গুহ রোড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিন ভাইদিদি এক সঙ্গেই থাকতেন। আশেপাশে কোনও মানুষের সঙ্গেই তাদের সেভাবে মেলামেশা ছিল না। আবাসনে ঘরের মধ্যে নিজের ভাই ও দিদিকে খুনে করে পার্শ্ববর্তী পুকুরের গিয়ে আত্মঘাতী হন দাদা। পুকুরে ডুবে আত্মহত্যা করেছন সজল চৌধুরী নামের ওই ব্যক্তি, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওই ব্যক্তির নিহত ভাই ও দিদিের নাম বিমল চৌধুরী ও রাণু চৌধুরী। দাদা সজল চৌধুরী ঘরের মধ্যেই তাদের খুন করে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Gangasagar Mela 2023 : সরকারি নির্দেশ অমান্য করে রাতেও চলল ফেরি, গঙ্গাসাগর মেলার শুরুতেই উদ্বিগ্ন প্রশাসন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুকুর থেকে সজলবাবুর মৃতদেহ নিয়ে আসার সময় তাঁর ভাই ও দিদিের মৃত্যুর ঘটনাটি সম্পর্কে খোঁজ পাওয়া যায়। সজলবাবুকে উদ্ধার করে বাড়িতে আনার সময় দেখা যায় বাড়ির ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে ভাই ও দিদি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলঘরিয়া থানার পুলিশ ও দমকল। কী কারণে এই মর্মান্তিক খুনের ঘটনা? এর পিছনে রয়েছে মানসিক অবসাদ না অন্য কোনও কারণ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Blast in Kamarhati : কামারহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ২
মৃতদেহ গুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভাইদিদি একটি ঘরের মধ্যেই পড়ে ছিলেন। কিভাবে খুন করা হলো এখন তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের পরই গোটা বিষয় পরিষ্কার হবে বলেই অনুমান পুলিশের।

Chiranjeet Chakraborty on Bharat Jodo yatra: ‘ভারত জোড়ো যাত্রায় কোনও নেগেটিভিটি দেখছি না,’ শত্রুঘ্ন সিনহার পর প্রশংসায় চিরঞ্জিত
সজলবাবু যে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন, তা এখনও বিশ্বাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় প্রতিবেশীদের সকলে রীতিমত অবাক। ঘটনার সমস্ত দিকি খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী পুলিশ আধিকারিকারা। এলাকার বাসিন্দা বলেন ‘সকালে পুকুরে একটি মৃতদেহ ভেসে ওঠে। ব্যক্তি আমার বন্ধু, তাঁর নাম সজল চৌধুরী। পুলিশ বাড়িতে এসে দেখে ঘরে আরও দু’জন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তবে স্বাভাবিক অবস্থায় দু’জন ঘরে পড়েছিল। পুলিশের তরফে জানতে পারি সেখানে কোনও রক্তের দাগ ছিল না। ওনাদের আরেক দাদা ছিলেন, তিনি কোথায় আছেন আমরা জানি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *