Chiranjeet Chakraborty: ‘টেরিফিক অ্যাক্টিং করেছে মিঠুন, প্রজাপতি দেখবেন’, বললেন চিরঞ্জিত – chiranjeet chakraborty praises the acting of mithun chakraborty in projapati cinema


Embed

প্রজাপতি সিনেমাটি (Projapati Cinema) নিয়ে তরজার শেষ নেই। কেন নন্দনে জায়গা পেল না প্রজাপতি ছবিটি? বিরোধীদের দাবি মিঠুন চক্রবর্তী এই ছবিতে আছেন বলেই সরকারি সিনেমা হল নন্দন শো পেল না প্রজাপতি। দেব নিজেও অবশ্য স্পষ্ট করে দিয়েছেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে তাঁর সম্পর্ক দলীয় পরিচয়ের উর্ধে। এবার ছোটবেলার বন্ধু মিঠুনকে নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *