Cyber Crime : সাইবার ক্রাইম বুঝতে বিচারকদেরও প্রশিক্ষণ – cid organizes training of judges to raise awareness about cyber crime


সঞ্জয় দে, দুর্গাপুর
সাইবার ক্রাইমের (Cyber Crime) খুঁটিনাটি বুঝতে প্রশিক্ষণ দেওয়া হবে বিচারকদেরও। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই অপরাধ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় বহু অপরাধী জামিন পেয়ে যান। সেই ফাঁক ভরাট করতে জানুয়ারির শেষে সাইবার অপরাধ নিয়ে বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে সিআইডি (CID)। ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং ডেটা সিকিউরিটি সংস্থার ডিরেক্টর সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘সাইবার ক্রাইমের বিষয়ে সঠিক ধারণা না থাকায় বহু সময় অপরাধীরা জামিন পেয়ে যায়। তার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করছে সিআইডি। জানুয়ারির ২৮ তারিখ এই প্রশিক্ষণ শিবির হবে।’ দেশে ঝড়ের গতিতে বাড়ছে সাইবার ক্রাইম। প্রতারকদের পাতা ফাঁদে সর্বস্বান্ত হচ্ছেন গ্রাহকরা। নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্টে গচ্ছিত টাকা। বিশেষজ্ঞদের মতে, সাইবার ক্রাইম নিয়ে সাধারণের মধ্যে অজ্ঞতাই এর কারণ। পুলিশকর্মীরা নিয়মিত এই প্রশিক্ষণ নিচ্ছেন। কিছু আইনজীবীও পেশার তাগিদে এই প্রশিক্ষণ নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সুষ্ঠু ভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে এবার প্রশিক্ষণ প্রয়োজন বিচারকদেরও।

Cyber Crime : মুখ্যমন্ত্রীর সচিবের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল, Google Pay-তে টাকা চেয়ে গ্রেফতার যুবক
একইসঙ্গে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে দক্ষ কর্মীরও প্রয়োজন বলে মনে করছেন তাঁরা। মঙ্গলবার দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে (Durgapur BC Roy Engineering College) সাইবার ক্রাইম সংক্রান্ত পাঠ্যক্রম চালু হয়। সেখানে উপস্থিত বিশেষজ্ঞরা জানান, যে ভাবে দেশজুড়ে সাইবার ক্রাইম বাড়ছে, তাতে আগামী দিনে ২৫ লক্ষ দক্ষ সাইবার সিকিউরিটি কর্মী প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে এই সংখ্যা গোটা দেশে মাত্র ২ লাখ। প্রশিক্ষিতদের একটি বড় অংশ আবার মোটা বেতনের কারণে চলে যাচ্ছেন ভিন রাজ্য বা বিদেশে। সাইবার প্রতারণা বললে প্রথমেই চলে আসে জামতাড়া গ্যাংয়ের নাম। যদিও সাইবার বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে জামতাড়া গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না। কারণ, এরা মূলত ফোনে কথার ফাঁদে গ্রাহকদের জড়িয়ে ব্যাঙ্কের তথ্য সংগ্রহ করে নেয়। অথবা ওটিপি জেনে ফাঁকা করে দেয় অ্যাকাউন্ট। মানুষ এ বিষয়ে ক্রমশ সচেতন হয়ে উঠছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। ফলে প্রতারণার ওই কৌশল এক সময় কাজ করবে না। কিন্তু সাইবার ক্রাইম আরও মারাত্মক আকার নেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ATM In Kolkata: ATM-এ কার্ড আটকে বিপত্তি, লাখ লাখ টাকা খোয়ালেন সরশুনার দেবব্রত
এদিনের অনুষ্ঠানে সাইবার ক্রাইম সংক্রান্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার বলেন, ‘এখন আমরা বাইরে থেকেও মোবাইলের মাধ্যমে বাড়ির সিসি টিভি, ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারি। কোনও ভাবে যদি সিসি টিভির পাসওয়ার্ড ক্র্যাক করা যায়, তাহলে খুব সহজে যে কারও বেডরুমে পৌঁছে যাওয়া যাবে। একই ভাবে মোবাইলের মাধ্যমে ফ্রিজ বা মাইক্রোওভেন নিয়ন্ত্রণ করা যায়। সেই পাসওয়ার্ড ক্র্যাক করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া যাবে।’ কলেজের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন, ‘আমাদের কলেজে যাঁরা বি-টেক করছেন, তাঁরা এই সাইবার ক্রাইমের কোর্স করার সুযোগ পাবেন। আগামী দিনে অন্য কলেজের পড়ুয়ারাও যাতে এই কোর্সে সুযোগ পান, তার ব্যবস্থা করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *