বরাবরই দীপিকাকে (Deepika Padukone) এয়ারপোর্টে ক্যাজুয়াল পোশাকেই দেখা যায়। এদিনও তার কোনও ব্যতিক্রম হল না। তবে ব্যতিক্রম দেখা দিল অন্য জায়গায়। অন্যদিন তিনি যেমন মুখে কুলুপ এঁটে বেরিয়ে যান, এদিন তা করলেন না। বরং খোঁজ নিলেন পাঠানের ট্রেলার সবার কেমন লেগেছে! দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।