Didir Suraksha Kawach : ভরতপুরে তুলকালাম, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ – tmc mp abu taher khan facing questions about not getting govt schemes in murshidabad


West Bengal News : আজ থেকে শুরু হয়েছে ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kawach) কর্মসূচি। ছয় জেলায় শুরু হয়েছে এই দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach)। আজ বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাপতি, সংগঠনের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান যে যার জায়গায় গেলেন। সেই মতন এদিন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ভরতপুর -১ (Bharatpur) ব্লকের আলোগ্রামে গিয়েছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) কেন্দ্রের সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। ‘দিদির দূত’ (Didir Doot) হিসেবে এই কর্মসূচি পালন করতে গিয়েই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানাতে শুরু করেন স্থানীয় মানুষ। তাঁকে সামনে পেয়ে সরকারি প্রকল্পের সুবিধা মিলছে না বলে অভিযোগ জানিয়ে ক্ষোভ উগরে দেন কয়েকজন গ্রামবাসী। কর্মসূচির শুরুতেই অবশ্য এই ধরনের বিক্ষোভের সম্মুখীন হওয়ায় কিছুটা হলেও চাপে পড়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

Didir Suraksha Kavach : পাখির চোখে পূর্ব মেদিনীপুর, ‘দিদির সুরক্ষা কবচ’ শুরু জেলা তৃণমূল নেতৃত্বের
দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির শুভ সূচনা করতে এদিন দিদি’র দূত (Didir Doot) হিসেবে সাংসদ আবু তাহের খানের (Abu Taher Khan) সুতি ও ভরতপুর -১ (Bharatpur) ব্লকের আলোগ্রামে যাওয়ার কথা ছিল। সেই মতন তিনি ভরতপুর -১ ব্লকের আলোগ্রাম থেকে এই পর্বের সূচনা করেন। শুরুতেই তাঁকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের বিষয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। এক গ্রামবাসী জানান, “লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) এখনও চালু হয়নি। আমি দিন আনি, দিন খাই। অনেকবার নির্দিষ্ট জায়গায় গিয়ে আবেদনপত্র জমা দিয়েছি। কিন্তু আমার হয়নি। টাকা ঢোকে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে।” এছাড়াও বহু মানুষ সাংসদের কাছেই পৌঁছতে পারেননি। তাঁরা কার্যত ক্ষোভে ফুঁসছেন। মানুষের ক্ষোভের মুখে কার্যত অস্বস্তিতে পড়েন সাংসদ।

Didir Suraksha Kavach : শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি, হাওড়ায় জনসংযোগে তৃণমূল কর্মীরা
দিদির দূত কর্মসূচিতে, তৃণমূলের বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাপতি, সংগঠনের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানরা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, তাঁরা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা। বুধবার ভরতপুরের এই গ্রামে যান তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই বাড়ির উঠোনে বসে থাকা এই মহিলা ও তাঁর স্বামীর সঙ্গে কথা বলতে যান তৃণমূল সাংসদ। সরকারি প্রকল্পের কথা উঠতেই তৃণমূল সাংসদের কাছে ক্ষোভ উগরে দেন তাঁরা।

Kunal Ghosh : পাঁশকুড়ায় ‘দিদির সুরক্ষা কবচ’-র প্রচার, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কুণাল
যদিও সাংবাদিকদের সাংসদ জানান, “এই এলাকায় প্রচুর পরিবার রয়েছেন, তাঁদের অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাকি সমস্ত সরকারী প্রকল্পের সুবিধা পেয়েছেন। অল্প কয়েকজন মানুষের কিছু সমস্যা রয়েছে। আমি আজ সব শুনে খতিয়ে দেখে গেলাম। আশা করছি খুব তাড়াতাড়ি যে সমস্যাগুলি রয়েছে, মিটিয়ে দিতে পারব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *