Didir Suraksha Kawach : মন্দিরে পুজো দেওয়া থেকে চায়ের ঠেকে আড্ডা, হুগলিতে ‘দিদির সুরক্ষা কবচ’-এর সূচনা মন্ত্রীর – didir suraksha kawach campaign started by west bengal minister becharam manna by worshiping in a kali temple


Becharam Manna : কালীমন্দিরে পুষ্পাঞ্জলি দিয়ে, শিবের মাথায় জল ঢেলে তৃণমুল কংগ্ৰেসের ঘোষিত ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি শুরু করলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। পাশাপাশি স্থানীয় একটি চায়ের দোকানের আড্ডা থেকে এদিন তাঁর জনসংযোগ কর্মসূচি শুরু হয়। মন্ত্রীর এই কর্মসূচিকে কটাক্ষ করেছে স্থানীয় BJP নেতৃত্ব। যদিও বিরোধীদের কটাক্ষকে পাত্তা দিতে নারাজ বেচারাম মান্না। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের সাত জেলায় প্রথম পর্যায়ে শুরু হচ্ছে তৃণমূলের বর্ষ শুরুর নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach)। সেইমতো হুগলি (Hooghly) জেলাতেও এদিন থেকে বিভিন্ন জায়গায় সকাল থেকেই কর্মসূচি পালনে বেরিয়ে পড়েন জেলা তৃণমূল নেতৃত্ব (TMC)। বুধবার সকালেই প্রথমে সিঙ্গুরের একটি কালী মন্দির দর্শন করেন বেচারাম। স্থানীয় একটি চায়ের দোকানে সকালে জমাটি আড্ডা, সকালের চায়ের স্বাদ নেওয়ার পাশাপাশি জনসংযোগ প্রক্রিয়াও শুরু করে দেন। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Didir Suraksha Kavach : শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি, হাওড়ায় জনসংযোগে তৃণমূল কর্মীরা
বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, “মা কালীর দর্শন আর শিবের দর্শন করে কোনও লাভ হবে না। এরা পাঁচ বছর ক্ষমতায় এসে মানুষের সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি। খালি করে খাওয়ার জন্য ক্ষমতায় এসেছে। সুতরাং মা কালীও এঁদের পাশে থাকবে না, বাবা তারকনাথ এদের পাশে থাকবে না। আর এই যে চায়ে পে চর্চা বিজেপির অনুকরণ করা। এটা করেও মানুষের কাছে পৌঁছতে পারবে না।” পালটা সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, “বিজেপির কোনও কর্মসূচি নেই। তাঁরা শুধু বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা যত রাস্তায় নামছি ওরা তত আবোল-তাবোল বকতে শুরু করেছে। ওরা জানে না বাংলার যত পুজো কমিটি আছে সমস্ত পুজো কমিটির সঙ্গেই তৃণমূলের নেতা-কর্মীরা যুক্ত। প্রতিটি মন্দিরের সঙ্গেও তৃণমূলের নেতা-কর্মীরা যুক্ত। প্রতিটি মসজিদ কমিটির সাথেও আমাদের নেতা-কর্মীরা যুক্ত। বিজেপির চায়ে পে চর্চা অনুকরণের বিষয়ে বেচারাম জানান, বিজেপির কপি করার মতো পরিস্থিতি তৃণমূলের নেই। উল্টে তৃণমূলের নকল করছে ওঁরা।”

Didir Suraksha Kawach : ক্যানিংয়ে বিধায়কের হাত ধরে প্রচার শুরু ‘দিদির সুরক্ষা কবচ’, পঞ্চায়েতের আগে জনসংযোগে তৃণমূল
প্রসঙ্গত, বুধবার ১১ জানুয়ারি থেকেই প্রথম দফায় ‘দিদির সুরক্ষা কবচ‘ কর্মসূচি শুরু করছে তৃণমূল কংগ্রেস। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি জনমুখী প্রকল্পগুলির সুবিধা মানুষ পাচ্ছেন কিনা, না পেলে কোথায় আটকে রয়েছে, সে বিষয়ে বিশদে খোঁজ নেবেন তৃণমূল নেতৃত্ব। প্রাথমিক ভাবে হুগলি জেলায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি হবে ধনেখালি, উত্তরপাড়া, শ্রীরামপুর, সিঙ্গুর,পুরশুড়া ও আরামবাগ এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *