১৯৯৮ সাল থেকে গঙ্গারামপুর মহকুমার আদালত (Gangarampur Sub Divisional Court) বুনিয়াদপুরে একটি ভাড়া বাড়িতে চালু করা হয়। সেখানেই দীর্ঘ ২৪ বছর কোর্ট চলেছে। নানা অসুবিধার মধ্যে কাজ চালিয়ে গিয়েছেন আইনজীবী সহ বিচারক ও কোর্টের কর্মীরা৷ আইনজীবীদের দীর্ঘদিন দাবি ছিল নতুন কোর্ট বিল্ডিংয় চালু করার ব্যাপারে। সেই মতোই কাজও শুরু হয় বছর পাঁচেক আগে। অবশেষে ১১ জানুয়ারি নতুন ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। ভার্চুয়ালি তিনি নতুন ভবনের শুভ উদ্ধোধন করেন৷
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী, গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মানবেশ রায়, জেলা পুলিশ সুপার রাহুল দে সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, নতুন ভবন অত্যাধুনিক পরিকাঠামোয় গড়ে তোলা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা, পার্কিংয়ের জায়গা, ঝাঁ চকচকে অফিস নির্মাণ করা হয়েছে। আধুনিক আদালত চত্বরে যে সুবিধা থাকা প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে ২১ সেপ্টেম্বর বুনিয়াদপুরে কালিয়াগঞ্জ রোডে গঙ্গারামপুর মহকুমা আদালতের (Gangarampur Sub Divisional Court) কাজ ভাড়া বাড়িতে শুরু হয়। দীর্ঘদিন ধরে ভাড়াবাড়ির বেহাল দশা ও উপযুক্ত পরিবেশ না থাকায় আদালত ভবনের উলটো পাশে সরকারি জমিতে তৈরি হয় নতুন আদালত ভবন। যদিও করোনা কালের আগেই নতুন ভবন নির্মাণের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। তবে দীর্ঘদিন ধরেই নতুন ভবন উদ্বোধনের অপেক্ষায় দিন গোনা শুরু করেছিল। করোনা কালে নতুন ভবন উদ্বোধনের বিষয়টি আটকে ছিল। পুরনো ভাড়া বাড়িতেই আদালতের কাজ চালিয়ে যেতে হয় আইনজীবী থেকে শুরু করে অন্যান্য কর্মীদের। অবশেষে নতুন ভবনের উদ্বোধনের ফলে অনেকটাই সুবিধা হল জানান আইনজীবীরা। ওই আদালতের সঙ্গে যুক্ত রয়েছেন আইনজীবী, ল ক্লার্ক এবং পুলিশ কর্মচারীরা। শতাধিক আইনজীবী, ল ক্লার্ক, পুলিশ, আদালতের কর্মচারী ও সাধারণ মানুষ মিলিয়ে কয়েক হাজার মানুষ রোজ আদালতে আসেন।