বাংলার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি সিরিয়াল হল গোধূলী আলাপ (Godhuli Alap)। সেই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করা কৌশিক সেন (Koushik Sen) ব্যাক স্টেজে এই সময় ডিজিটালের মুখোমুখি হলেন। কেন এমন একটি চরিত্র বেছে নিলেন টেলিভিশন কামব্যাকের জন্যে? তাও জানালেন তিনি। দেখুন সেই ভিডিয়ো।