Gulshan Mallick : ‘আমি ক্ষমতায় না এলে মমতাও নবান্নে বসবেন না’, বেফাঁস তৃণমূল বিধায়ক – trinamool congress howrah mla gulshan mallick controversial statement on mamata banerjee


Produced by Arijit Dey | Lipi | Updated: 11 Jan 2023, 1:28 pm

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন হাওড়ার পাঁচলা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশন মল্লিক।

 

Gulsha Mallick
পাঁচলার বিধায়কের মন্তব্যে বিতর্ক। নিজস্ব ছবি।

হাইলাইটস

  • নতুন করে বিতর্কে জড়ালেন হাওড়া জেলার পাঁচলার তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশন মল্লিক
  • দলীয় সভায় তাঁর করা একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে
  • যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল
West Bengal Local News: সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোটের বিরোধীদের পরাজিত করতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের তরফে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন গ্রাম থেকে শুরু করে পঞ্চায়েত এলাকাতে চলছে সভা-সমাবেশ। আর এর নতুন করে বিতর্কে জড়ালেন হাওড়া জেলার পাঁচলার তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশন মল্লিক। দলীয় সভায় তাঁর করা একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। দলীয় সভায় গুলশনকে বলেতে শোনা গিয়েছে, ‘আমি পাঁচলায় ক্ষমতা না এলে নবান্নে মমতা ব্যানার্জি বসবে না।’ বিধায়েকের এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ভাইরাল হওয়া ভিডিয়োতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কর্মীদের চাঙ্গা করতে শোনা যায় পাঁচলার তৃণমূল বিধায়ককে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণের পর তিনি বলেন, “… আমি যদি ভোট না পাই, তাহলে সন্ন্যাস নিয়ে নেব। পাঁচলায় আমি যদি ক্ষমতায় না আসি তবে নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বসবেন না।”

Pradhan Mantri Awas Yojana : আবাসের তালিকা থেকে নাম কাটাতে আবেদন BJP পঞ্চায়েত সদস্যের, কটাক্ষ তৃণমূলের
এরপরই বিধায়কের মুখে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ শোনা যায়। তিনি বলেন, ‘ভোটের সময় আমরা একটা মাস পুলিশের সঙ্গে কোনও কথা বলিন। কেন্দ্রীয় বাহিনীর চাবুক আমাদের কর্মীদের পিঠের চামড়া তুলে নিয়েছে, রক্ত বইয়ে দিয়েছে। তবুও আমাদের কর্মীরা লড়াই করেছে। বাংলার মুখ্যমন্ত্রী না থাকলে মানুষের এই পরিষেবার কথা কেউ ভাবতই না।’ যদিও এই সময় ডিজিটাল ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। এই প্রসঙ্গে পাঁচলার বিধায়ক বলেন, “আমরা কোনও বাজে কথা বলি না। ২০১১ সালে অনেকে বলেছিল পাঁচলায় তৃণমূল জিতবে না। তখনই আমি বলেছিলাম পাঁচলায় তৃণমূল হেরে গেলে রাজ্যে হেরে যাবে। এখন আমি এই নিয়ে কোনও কথা বলিনি। কে এই সব বলছি জানি না। এখন শুধু দিদির সুরক্ষা কবচ নিয়ে কথা হবে। দল যা নির্দেশ দিয়েছে পালন করব।”

Howrah Station : অবৈধ উপায়ে ভারতে প্রবেশ, হাওড়া স্টেশন থেকে ৯ বাংলাদেশি গ্রেফতার
এই প্রসঙ্গে বিধায়কের পাশে দাঁড়িয়েছে হাওড়া জেলা গ্রামীণ সভাপতি অরুনাভ সেন। তিনি বলেন, “গুলশান মল্লিকের বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। ওনার নিজের উপর এবং নিজের বিধানসভার উপর আস্থা আছে বলেই উনি এই কথা বলেছেন। এটা ইতিবাচক দিক। পাঁচলার মানুষের সঙ্গে যোগাযোগ আছে বলেই উনি এই কথা বলতে পারছেন। তবে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হল পাঁচলায় তৃণমূল হেরে গেলে সারা বাংলায় তৃণমূল হেরে যাবে।” অন্যদিকে এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা উমেশ রাই বলেন, “হাওড়ার সব থেক বিশৃঙ্খল এলাকা পাঁচলা আর তাঁর মূলমাথা গুলশন মল্লিক। ওখানে যত হাঙ্গামা হয়েছে এনআরসি নিয়ে তাঁর মূল কারিগর গুলশন মল্লিক। ওনার সাহস কোথা থেকে এল এই কথা বলার? তৃণমূল একটা বিশৃঙ্খল দল। নেতাদের ওপর দলের কোন নিয়ন্ত্রণ নেই।”
Pradhan Mantri Awas Yojana : ‘সরকারি কর্তরাই আবাসের তালিকা নিয়ে দলকে বিড়ম্বনায় ফেলেছেন…’, মন্তব্য তৃণমূল বিধায়কের
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *