মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন হাওড়ার পাঁচলা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশন মল্লিক।

হাইলাইটস
- নতুন করে বিতর্কে জড়ালেন হাওড়া জেলার পাঁচলার তৃণমূল কংগ্রেস বিধায়ক গুলশন মল্লিক
- দলীয় সভায় তাঁর করা একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে
- যদিও ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল
এরপরই বিধায়কের মুখে ২০২১ বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ শোনা যায়। তিনি বলেন, ‘ভোটের সময় আমরা একটা মাস পুলিশের সঙ্গে কোনও কথা বলিন। কেন্দ্রীয় বাহিনীর চাবুক আমাদের কর্মীদের পিঠের চামড়া তুলে নিয়েছে, রক্ত বইয়ে দিয়েছে। তবুও আমাদের কর্মীরা লড়াই করেছে। বাংলার মুখ্যমন্ত্রী না থাকলে মানুষের এই পরিষেবার কথা কেউ ভাবতই না।’ যদিও এই সময় ডিজিটাল ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। এই প্রসঙ্গে পাঁচলার বিধায়ক বলেন, “আমরা কোনও বাজে কথা বলি না। ২০১১ সালে অনেকে বলেছিল পাঁচলায় তৃণমূল জিতবে না। তখনই আমি বলেছিলাম পাঁচলায় তৃণমূল হেরে গেলে রাজ্যে হেরে যাবে। এখন আমি এই নিয়ে কোনও কথা বলিনি। কে এই সব বলছি জানি না। এখন শুধু দিদির সুরক্ষা কবচ নিয়ে কথা হবে। দল যা নির্দেশ দিয়েছে পালন করব।”
এই প্রসঙ্গে বিধায়কের পাশে দাঁড়িয়েছে হাওড়া জেলা গ্রামীণ সভাপতি অরুনাভ সেন। তিনি বলেন, “গুলশান মল্লিকের বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। ওনার নিজের উপর এবং নিজের বিধানসভার উপর আস্থা আছে বলেই উনি এই কথা বলেছেন। এটা ইতিবাচক দিক। পাঁচলার মানুষের সঙ্গে যোগাযোগ আছে বলেই উনি এই কথা বলতে পারছেন। তবে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হল পাঁচলায় তৃণমূল হেরে গেলে সারা বাংলায় তৃণমূল হেরে যাবে।” অন্যদিকে এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা উমেশ রাই বলেন, “হাওড়ার সব থেক বিশৃঙ্খল এলাকা পাঁচলা আর তাঁর মূলমাথা গুলশন মল্লিক। ওখানে যত হাঙ্গামা হয়েছে এনআরসি নিয়ে তাঁর মূল কারিগর গুলশন মল্লিক। ওনার সাহস কোথা থেকে এল এই কথা বলার? তৃণমূল একটা বিশৃঙ্খল দল। নেতাদের ওপর দলের কোন নিয়ন্ত্রণ নেই।”
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ