Mahua Moitra: রেল পথ পাবে করিমপুর? সাংসদ মহুয়ার চিঠির পরই মিলল সুখবর, জানাল পূর্ব রেল – mahua moitra share that eastern raliway allotted fund to starts survey for krishnanagar karimpur railway track


West Bengal Local News বহুদিনের প্রতীক্ষা এবার অবসানের পথে। শীঘ্রই রেলপথ পেতে পারে করিমপুর (Krishnanagar Karimpur Rail Line)। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের (Mahua Moitra) পোস্টে সেই আশাই হল উজ্জ্বল। সাংসদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তদ্ববির এবং চিঠিচাপাটির পর কৃষ্ণনগর ও করিমপুরের মধ্যে রেলপথ তৈরির জন্য সার্ভে শুরু করতে চলেছে পূর্ব রেল। কয়েকদিন আগে ভিডিয়ো বার্তায় সাংসদ জগন্নাথ সরকার দাবি করেছিলেন, তাঁর আবেদনের কারণেই উদ্যোগী রেল। কিন্তু, মহুয়ার দাবি, তাঁর আবেদনের পরই শুরু হয়েছে সমীক্ষার কাজ, পূর্ব রেলের তরফে পাঠানো তা স্পষ্ট । ফেসবুক পোস্টে রেলের পাঠানো সেই চিঠি পোস্ট করে মহুয়া মৈত্র লেখেন, তাঁর চিঠিতেই এই রেলপথের সমীক্ষার কাজ শুরুর জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেছে রেল।

West Bengal Tourism: উত্তরবঙ্গ নয়, কলকাতার কাছেই জঙ্গল সাফারির সুযোগ

নদিয়ার প্রান্তিক অঞ্চল করিমপুরে রেলপথ তৈরির দাবি বহুদিনের। সড়কপথে পরিবহণ ছাড়া এখানে আর কোনও পরিবহনের মাধ্যম নেই। সাংসদ মহুয়া মৈত্রের পোস্ট থেকেই জানা গিয়েছে, করিমপুরের বিধায়ক থাকাকালীনই ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রের কাছে এই রেলপথ তৈরির জন্য আবেদন করেছিলেন। করিমপুরের বিধায়ক হওয়ার পরই এলাকার রেল যোগাযোগের সমস্যাটি নিয়ে উদ্যোগী হন তিনি। কিন্তু কৃষ্ণনগর থেকে করিমপুর রেলের সংযোগ পথ তৈরি হলে করিমপুর হবে ওই রুটের প্রান্তিক স্টেশন। বহু অনুরোধ চিঠির পরেও তেমন আগ্রহ দেখায়নি রেল। বিধায়ক পদের কার্যকাল শেষের পরও করিমপুরের এই রেলপথের আশা ছাড়েননি সাংসদ। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গে কথা হওয়ার পরই বদলায় পরিস্থিতি বলে দাবি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সার্ভের কাজ শুরু টাকা অনুমোদিত হতেই ফেসবুকে সাংসদের উচ্ছ্বসিত পোস্ট, ”রেল মন্ত্রক চিঠি দিয়ে আমাকে জানিয়েছে যে আমার ১৮/১০/ ২০২২ তারিখের আবেদনের ভিত্তিতে কৃষ্ণনগর করিমপুর নতুন লাইন সার্ভে করা হচ্ছে। আশা করি আগামী দিনে এই প্রচেষ্টা চালিয়ে রেখে এলাকা বাসীদের বহুদিনের স্বপ্ন পূরণ হবে।”

স্বাভাবিকভাবে সাংসদের পোস্টে আবার আশায় বুক বাঁধছে করিমপুর। যদিও আসরে নেমে সরব বিরোধীরা। তাদের মতে, সমীক্ষা হবে মানে রেলপথ তৈরি হয়ে যাওয়া নয়। সুর চড়িয়ে সিপিএমের করিমপুর ১ এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের জমিজটে রেল পথ পাওয়ার আশা খুবি ক্ষীণ। একধাপ এগিয়ে বিজেপির দাবি, সাংসদ জগন্নাথ সরকার মহুয়া মৈত্রের অনেক আগে সংসদে করিমপুরের রেল পথ তৈরির কথা সংসগদে বলেছিলেন। এগুলো পঞ্চায়েত ভোটের আগে চমক।

NJP Coach Restaurant: NJP-কে বিশ্বমানের স্টেশন করার উদ্যোগ, প্ল্যাটফর্মেও থাকবে জনপ্রিয় ‘কোচ রেস্তরাঁ’

উল্লেখ্য, কংগ্রেস আমলে রেলমন্ত্রী গনি খান চৌধুরী, পরে রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), লালুপ্রসাদ যাদব, এমনকী রামবিলাস পাসোয়ানও করিমপুরের রেলপথের কথা তুলেছিলেন। কিন্তু, তাঁর কোনটাই শেষ অবধি সমীক্ষা পর্যন্ত পৌঁছায়নি।

রেলপথ শুরুর উদ্যোগের কথা শুনেই খুশি এলাকার ব্যবসায়ী থেকে চাষীরা। জমিতে ফলানো ফসলের বাজার পেতে সড়ক পথে পৌঁছতে গিয়ে যে খরচ হচ্ছে, সেই অনুযায়ী ফসলের দাম ওঠে না। রেলপথ শুরু হলে সেই সমস্যা কমবে ভেবে লাভের মুখ দেখার আশায় চাষী থেকে ব্যবসায়ী।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *