Mamata Banerjee : জানুয়ারি শেষে কেষ্টহীন বীরভূমে মমতা, ঠিক করে দেবেন পঞ্চায়েত ভোটের লাইন? – chief minister mamata banerjee will go to birbhum in this january month


West Bengal Local News: চলতি মাসের শেষেই দুদিনের সফরে বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই বীরভূম সফর, প্রশাসনিক ও রাজনৈতিক, উভয় দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে সংশ্লিষ্ট মহল। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ৩১ জানুয়ারি বীরভূম পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা করার কথা রয়েছে তাঁর। জেলা প্রশাসন সূত্রে খবর, বীরভূম সফরে দেউচা পাঁচমি (Decha Panchmi) কয়লা খুনি প্রকল্পে ইচ্ছুক জমি দাতাদের হাতে সরকারের তরফে নিয়োগপত্র তুলে দিতে পারে মুখ্যমন্ত্রী। এই কয়লা প্রকল্পকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শিল্প বান্ধব বার্তা দেওয়ার চেষ্টা করছেন মমতা। তাই জেলা সফরে এই প্রকল্প সংক্রান্ত বিভিন্ন কাজ বাড়তি গুরুত্ব পাবে বলেই মনে করছে জেলা প্রশাসনের একটা বড় অংশ। এছাড়াও পঞ্চায়েত ভোটের আগে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কোন পর্যায়ে রয়েছে প্রশাসনিক বৈঠক থেকে সেদিকেও বাড়তি নজর দেবেন মমতা।

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর আঁকা নকশায় ভুল করে জুটল ‘বকুনি’, ধনধান্য স্টেডিয়ামের কাজ দ্রুত শেষের নির্দেশ
গরু পাচারকাণ্ডে আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মমতার প্রিয়পাত্র ‘কেষ্ট’কে দিল্লি নিয়ে যেতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ইডি। জেলে থাকলেও অনুব্রতকে এখনও জেলা সভাপতি পদে রেখে দিয়েছে তৃণমূল। গ্রেফতার হওয়ার আগে অনুব্রত নামে বীরভূমে বাঘে-গরুতে একঘাটে জল খেত। যাবতীয় প্রশাসনিক থেকে রাজনৈতিক কাজ তাঁর তদারকিতে হতো। অনুব্রত (Anubrata Mondal) জেলবন্দি থাকায়, জেলা সংগঠন চালাতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলকে। সেদিক থেকেও মমতার বীরভূম সফর তাৎপর্যপূর্ণ। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি বীরভূম সফর চলকালীন দলীয় কর্মী সমাবেশে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে কেষ্টর অনুপস্থিতিতেও দলীয় কর্মীদের মনোবল অটুট রাখতে দাওয়াই দিতে পারেন মমতা।

Kolkata Vehicle Tracking System : ‘দুষ্টু লোকেরা তো চারিদিকেই রয়েছে…’, শহরে বিশেষ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন মমতার
এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় এই সময় ডিজিট্যালকে বলেন, “আমাদের কাছে যা খবর ৩১ জানুয়ারি আসবেন। ১ ফেব্রুয়ারি দলীয় অনুষ্ঠান রয়েছেন। জনসভা না কর্মীসভা হবে, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী বীরভূমকে খুব ভালোবাসেন। অনেকদিন পর ওনাকে আমরা এখানে পাচ্ছি। এই সময় বীরভূম খানিকটা অভিভাবহীন, সেটা মুখ্যমন্ত্রী পূরণ করে দেবেন। ওনার বার্তা নিয়ে দ্বিগুণ উৎসানে নেতা-কর্মীরা ভোটের জন্য ঝাঁপিয়ে পড়বেন।”

Didir Suraksha Kawach : রাত্রিবাস কোথায়? সিদ্ধান্তে কর্মীরাই
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *