গরু পাচারকাণ্ডে আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মমতার প্রিয়পাত্র ‘কেষ্ট’কে দিল্লি নিয়ে যেতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ইডি। জেলে থাকলেও অনুব্রতকে এখনও জেলা সভাপতি পদে রেখে দিয়েছে তৃণমূল। গ্রেফতার হওয়ার আগে অনুব্রত নামে বীরভূমে বাঘে-গরুতে একঘাটে জল খেত। যাবতীয় প্রশাসনিক থেকে রাজনৈতিক কাজ তাঁর তদারকিতে হতো। অনুব্রত (Anubrata Mondal) জেলবন্দি থাকায়, জেলা সংগঠন চালাতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তৃণমূলকে। সেদিক থেকেও মমতার বীরভূম সফর তাৎপর্যপূর্ণ। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি বীরভূম সফর চলকালীন দলীয় কর্মী সমাবেশে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে কেষ্টর অনুপস্থিতিতেও দলীয় কর্মীদের মনোবল অটুট রাখতে দাওয়াই দিতে পারেন মমতা।
এই প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় এই সময় ডিজিট্যালকে বলেন, “আমাদের কাছে যা খবর ৩১ জানুয়ারি আসবেন। ১ ফেব্রুয়ারি দলীয় অনুষ্ঠান রয়েছেন। জনসভা না কর্মীসভা হবে, সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। মুখ্যমন্ত্রী বীরভূমকে খুব ভালোবাসেন। অনেকদিন পর ওনাকে আমরা এখানে পাচ্ছি। এই সময় বীরভূম খানিকটা অভিভাবহীন, সেটা মুখ্যমন্ত্রী পূরণ করে দেবেন। ওনার বার্তা নিয়ে দ্বিগুণ উৎসানে নেতা-কর্মীরা ভোটের জন্য ঝাঁপিয়ে পড়বেন।”
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।