Mid Day Meal : মিড ডে মিলের চালের ড্রামে মরা টিকটিকি, ইঁদুর! প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের – mid day meal bad quality food served in malda school villagers protested


Malda News : মিড ডে মিলে (Mid Day Meal) সাপ কান্ডের দু’দিন যেতে না যেতেই আরও এক মারাত্মক অভিযোগ উঠল সরকারী বিদ্যালয়ের এই প্রকল্পকে ঘিরে। মিড ডে মিলের (Mid Day Meal) চালের মরে পড়ে রয়েছে ইঁদুর (Rat) ও টিকটিকি (Lizard), এই অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচল (Chanchal) থানার সাহুরগাছি বিদ্যানন্দপুর প্রাইমারী স্কুলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকার বাসিন্দা ও পড়ুয়াদের অভিভাবকেরা মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদ জানাতে স্কুল কর্তৃপক্ষের কাছে যান। তারপরেই রান্নাঘর খতিয়ে দেখতে যাওয়া হলে চালের ড্রাম থেকে মরা টিকিটিকি ও ইঁদুর পাওয়া যায়। এই দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়ে যায় উপস্থিত বাসিন্দাদের। রীতিমতো মেজাজ দেখিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় তাঁদের।

Mid Day Meal : মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ, শিক্ষকদের ঘিরে বিক্ষোভ
এক অভিভাবক অভিযোগ জানিয়ে বলেন, “রুটিন অনুযায়ী পড়ুয়াদের কোনোদিনই খাবার দেওয়া হয় না। ডিম, মাছ ও মাংস দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না। তাছাড়া ভাত সঠিক পরিমাণে দেওয়া হয় না। পাশাপাশি সব্জিতেও প্রায় একই দশা”। বুধবার প্রায় ৪৫ জন পড়ুয়াদের জন্য ৫০০ গ্রাম ডাল রান্না করা হয়েছিল বলে জানান রাধুনি তমিনা বিবি। স্কুলের খাবার নিম্নমানের হওয়ায় অনেকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন এলাকার বাসিন্দারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একাধিকবার জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে দাবি অভিভাবকদের। এদিন স্কুলে চালের ড্রামে মরা টিকটিকি (Lizard) ও ইঁদুর (Rat) দেখে তেতে ওঠেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। পরে ঘটনাস্থলে চাঁচল থানার (Chanchal Police Station) পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Mid Day Meal : মিড-ডে মিলের ডালে ভাসছে সাপ! খাবার খেয়ে অসুস্থ পডুয়ারা! ময়ূরেশ্বরে চরম উত্তেজনা
এলাকার এক বাসিন্দা রাজিকুল ইসলামের অভিযোগ, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জন্য স্কুলে পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। মিড ডে মিলে অনেক দিন ধরেই গরমিল চলছে। আজ তা হাতেনাতে স্পষ্ট হল। পাশাপাশি স্কুলে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। বাড়ি থেকে জলের বোতল স্কুলে আনে পড়ুয়ারা। তারপরেই মিড ডে মিলের খাবার খায়”। পড়ুয়াদের আনা জল শিক্ষক শিক্ষিকারাও ব্যবহার করেন বলে জানা গিয়েছে। সেখানে একটি জলের কল থাকলেও এক বছর ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। এটি মেরামতে উদ্যোগী হয়নি স্কুল কর্তৃপক্ষ, উঠেছে অভিযোগ। এদিকে জলের অভাবে স্কুলের শৌচালয়টিও পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে বলে জানিয়েছে ছাত্রছাত্রীরা। এদিন স্কুলের পরিবেশ নিয়ে রীতিমতো সরব হয়েছেন গ্রামবাসীরা।

Mid Day Meal : এবার মিড-ডে মিলে মুরগির মাংস, পাতে পড়বে মরশুমি ফলও
যদিও ওই প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল সাহা সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। মিড ডে মিলে নিয়ম মেনেই খাবার দেওয়া হয় বলে তিনি দাবি করেছেন। এদিকে চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় বলেছেন, “BDO-কে তদন্ত করতে বলা হয়েছে। পাশাপাশি নিম্নমানের খাবারের অভিযোগ প্রমানিত হলে কড়া পদক্ষেপ করা হবে”। চাঁচল-২ ব্লকের BDO দিব্যজ্যোতি দাস জানিয়েছেন, ওই স্কুলে জলের জন্য শীঘ্রই ব্যবস্থা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *